আসন্ন নির্বাচন ও জাতীয় সংস্কার ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার-সবাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকায় সরকারও এখন ভোটগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত।’
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
ডা. রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রের আমূল পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল, জনগণ তার সুফল পেতে শুরু করবে। একটি বৈষম্যহীন ও সংস্কারমুখী বাংলাদেশ গড়তে এই গণভোট মাইলফলক হয়ে থাকবে।’
মতবিনিময় সভায় উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এবি/টিএ