মহাকাব্যিক নির্মাণের জন্য খ্যাত সঞ্জয় লীলা বানসালি আগামী সপ্তাহ থেকেই তাঁর বহুল প্রতীক্ষিত ছবি লাভ অ্যান্ড ওয়ারের দুটি বিশাল গানের শুটিং শুরু করতে যাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই গান দুটি হবে বানসালির ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যা এর আগে তিনি কখনোই পর্দায় তুলে ধরেননি।
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম গানের চিত্রায়ণ, যার কোরিওগ্রাফি করবেন বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক গণেশ আচার্য। ধারণা করা হচ্ছে, এই গানটি হবে প্রবল শক্তি, ছন্দ ও জাঁকজমকে ভরপুর এক দৃশ্যমান আয়োজন, যেখানে নাচ, আলো ও ক্যামেরার কাজ একসঙ্গে মিশে দর্শককে চমকে দেবে।
দ্বিতীয় গানটির শুটিং হবে ফেব্রুয়ারিতে, আর এর দায়িত্বে থাকবেন মার্জিত ও নান্দনিক ভঙ্গির জন্য পরিচিত শিয়ামাক দাভার। তাঁর নৃত্য পরিকল্পনা ছবিতে ভিন্ন মাত্রার আবেগ ও সুরের রং যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল- বলিউডের এই শক্তিশালী ত্রয়ীকে ঘিরেই সাজানো হচ্ছে পুরো কাহিনি। বানসালির স্বাক্ষরিত রাজকীয় সেট, বিলাসবহুল পোশাক ও আবেগঘন গল্পের সঙ্গে এই গান দুটি যোগ হলে তা আলাদা করেই একেকটি ভিজ্যুয়াল বিস্ফোরণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
নির্মাণসংশ্লিষ্টরা বলছেন, দর্শকরা শুধু গান দেখবেন না, বরং এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতার সাক্ষী হবেন। বিশাল মঞ্চ, শত শত নৃত্যশিল্পী, সূক্ষ্ম আলো-ছায়ার খেলা এবং আবেগে ভরা নাচের দৃশ্য মিলিয়ে লাভ অ্যান্ড ওয়ার নতুন করে বড় পর্দার নান্দনিক সংজ্ঞা বদলে দিতে পারে।
বানসালির অতীত কাজের ধারাবাহিকতায় এই ছবিও যে অপার ঐশ্বর্য, গভীর আবেগ ও বিস্তৃত পরিসরের নাচে ভরপুর হবে, তা এখনই স্পষ্ট। অপেক্ষা কেবল পর্দায় সেই মহাযজ্ঞ দেখার।
এসকে/এসএন