বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এক দশকের অভিনয়জীবনে ছোট, বড়পর্দা, ওটিটিসহ সব মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি গান ও প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এ অভিনেত্রী।
আজ রোববার (১৮ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তাসনিয়া ফারিণ। সেখানে তিনি তার ভক্ত-অনুরাগীদের কাছে জেলার নাম জানতে চেয়েছেন।
পোস্টে ফারিণ লিখেছেন— একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?
অভিনেত্রীর এ পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করে উত্তর দিচ্ছেন। অনেকে আবার পোস্টটির ভিন্ন অর্থ খুঁজে দেখছেন। কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতূহল বলেও মনে করছেন। কিন্তু কেন অভিনেত্রী সবার জেলার নাম জানতে চাইছেন সেটি ক্লিয়ার নয়।
এদিকে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী।
সিনেমাটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফারিণ। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের অংশ হিসেবে শিগগিরই শ্রীলংকায় যাওয়ার কথাও রয়েছে তার। এছাড়া ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে সর্বশেষ ফারিণকে দেখা যায়।
এবি/টিএ