কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও যোগাযোগে পিছিয়ে চট্টগ্রাম বন্দর

একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনায় এলেও হিন্টারল্যান্ড কানেকটিভিটি বা ব্যাকআপ যোগাযোগে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। আমদানি-রফতানি বাণিজ্যের ৯৬ শতাংশ পণ্য সড়ক পথে পরিবহন হওয়ায় মহাসড়কে হচ্ছে তীব্র যানজট। সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে।

বছরে ৩২ থেকে ৩৩ লাখ কনটেইনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে ও পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল।

তবে আমদানি-রফতানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে, ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেকটিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। বর্তমানে দেশের আমদানি-রফতানি বাণিজ্যের মাত্র ৪ শতাংশ পণ্য নৌ ও রেলপথে পরিবহন হয়। বাকি ৯৬ শতাংশের চাপ পড়ে মহাসড়কে, যা তীব্র যানজট সৃষ্টি করছে এবং বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করছে।

প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে বন্দরকেন্দ্রিক ৫০ হাজারের বেশি ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনারভর্তি লরি। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলে একরাম চৌধুরী বলেন, আমাদের বড় রাস্তাঘাট ও ইন্টারলাইন কানেক্টিভিটি দরকার। বর্তমানে থাকা লেন যথেষ্ট নয়। অনেক কার্বোখালি পণ্য ইন্টারল্যান্ডে যাচ্ছে না। পর্যাপ্ত আইসিডি না থাকায় ভবিষ্যতে বিশাল ট্রাফিক জটিলতার মুখোমুখি হতে হবে।

এদিকে, ২০৩০ সাল নাগাদ অপারেশনে আসার সম্ভাবনা রয়েছে ৫০ হাজার কোটি টাকার দুই মেগা প্রজেক্ট- বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের। এতে জটিলতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য জাফর আলম বলেন, ‘রেল, রোড ও বিআইডব্লিউটিএর সঙ্গে কার্যকর সমন্বয় না থাকলে টার্মিনাল তৈরি হলেও পণ্য পরিবহন বিলম্বিত হবে।’

বন্দরের তথ্য অনুযায়ী, দেশের আমদানি পণ্যের ৮৫ শতাংশ গন্তব্য চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে। একইভাবে রফতানি পণ্যের ক্ষেত্রেও ৮৫ শতাংশ ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর পৌঁছায়। বাকি মাত্র ১৫ শতাংশই চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের জন্য।

পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম বলেন, বর্তমান ভলিউমের ডাবল বা ট্রিপল পরিমাণ পণ্য চট্টগ্রাম থেকে সারা দেশে পাঠাতে হলে কানেক্টিভিটি উন্নয়ন অপরিহার্য। না হলে নতুন টার্মিনাল থেকে পণ্য দেশের অন্য প্রান্তে পৌঁছাবে কীভাবে?

এ পরিস্থিতিতে জটিলতা এড়িয়ে সড়ক এবং রেলপথের সক্ষমতা বাড়াতে সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, আমাদের রোড, রেল এবং ইনল্যান্ড ট্রান্সপোর্টের সক্ষমতা বাড়াতে হবে। এজন্য মাল্টি মডেল ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। মন্ত্রণালয় এরই মধ্যে কাজ শুরু করেছে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিচারের মুখোমুখি অলিম্পিক কিংবদন্তি Jan 19, 2026
img
সাইকেল চালানো শিখিয়ে ২ বছরে প্রায় ৪৭ লাখ টাকা আয় করলো চীনা শিক্ষার্থী Jan 19, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ Jan 19, 2026
img
বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার Jan 19, 2026
img
ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ Jan 19, 2026
img
বিপিএল ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন Jan 19, 2026
img
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Jan 19, 2026
img
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু Jan 19, 2026
img
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ Jan 19, 2026
img
'বোর্ড অব পিস'এ যোগ দেওয়ার জন্য শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাল ট্রাম্প Jan 19, 2026
img
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি চেয়ে পাইনি: মোদি Jan 19, 2026
img
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ Jan 19, 2026
img
কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও যোগাযোগে পিছিয়ে চট্টগ্রাম বন্দর Jan 18, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি Jan 18, 2026
img
শ্যানেন ডোহার্টির মৃত্যুর পর ডিভোর্স চুক্তি নিয়ে আদালতে প্রাক্তন স্বামী Jan 18, 2026
img
তারেক রহমান কোনো দাড়িওয়ালা আলেমের চেয়ে কম নন: জমিয়ত নেতা কাসেমী Jan 18, 2026
img
আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৩ জন Jan 18, 2026
img
এ আর রহমানের মন্তব্যের জবাবে মুখ খুললেন শান Jan 18, 2026
img
কেন বলিউড ছেড়েছিলেন ইমরান খান? Jan 18, 2026
img
'কাজ পান না মুসলিমরা', এ আর রহমানের পাশে মেহবুবা মুফতি Jan 18, 2026