বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে এখনও বাকি আরও কয়েক মাস। তবে এরই মধ্যে পুরো বিশ্বে বাজতে শুরু করেছে ফিফা বিশ্বকাপের দামামা।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ঘিরে টিকিটের চাহিদা এখন তুঙ্গে। কোটি কোটি ফুটবলপ্রেমী গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে আছেন। তবে এই আকাশচুম্বী চাহিদার মধ্যেই দেশের ভক্তদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা কর্তৃক বরাদ্দকৃত টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাফুফে।

বাংলাদেশের মানুষের কাছে ফুটবল বিশ্বকাপ মানেই যেন অন্যরকম এক উন্মাদনা। নিজের দেশ বিশ্বকাপে সুযোগ না পেলেও দেশের মানুষের উন্মাদনা নেতাতি কম নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ বিভিন্ন দেশকে সমর্থন জানাতে কত কি-ই না করেন দেশের ফুটবলপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। রোববার (১৮ জানুয়ারি) ফিফা কর্তৃক বরাদ্দকৃত টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগের দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে জানিয়েছে, ফিফার নির্দেশনা অনুযায়ী তারা নির্দিষ্ট ক্যাটাগরির দর্শকদের কাছে টিকিট সরবরাহ ও বিক্রি শুরু করছে।

বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করতে আগ্রহীরা আবেদনের জন্য পাঁচদিন সময় পাবেন। রোববার (১৮ জানুয়ারি) থেকে আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত মতিঝিলস্থ বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা (অফেরতযোগ্য) মূল্যের ফরম সংগ্রহ করে আবেদন জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

ফিফার কাছ থেকে বাফুফে মোট ৩৩০টি টিকিট বরাদ্দ পেয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বের জন্য রয়েছে ১৬২টি টিকিট। তালিকায় দেখা গেছে, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার তিনটি করে ম্যাচ রয়েছে। এছাড়া, নকআউট পর্বে সেরা বত্রিশের ৪৬টি, সেরা ষোলোর ৪৪টি, কোয়ার্টার ফাইনালের ৪৮টি ও সেমিফাইনালের ২০টি টিকিট বরাদ্দ আছে। তবে ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১০টি টিকিট।



ডলারপ্রতি ১২৫ টাকা বিনিময় হার ধরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে বাড়তি ৫ শতাংশ সার্ভিস চার্জ যোগ করেছে ফেডারেশন।গ্রুপ পর্বের ম্যাচগুলোর (ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচসহ) ক্যাটাগরি-১ টিকিটের দাম পড়বে সর্বনিম্ন ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। আর ক্যাটাগরি-২ টিকিট ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৯৮ হাজার ৫০০ টাকা। আর ক্যাটাগরি-৩ টিকিট ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৪ হাজার ৬২৫ টাকায় পাওয়া যাবে।

সেরা ৩২ রাউন্ডের ম্যাচগুলোর ক্যাটাগরি-১ টিকিটের দাম ৬৯ হাজার ৬২৫ টাকা থেকে শুরু হয়ে ১ লাখ ৩ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হবে। ক্যাটাগরি-২ টিকিট পাওয়া যাবে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৯ হাজার ৩৭৫ টাকায়। আর ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য সর্বনিম্ন ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা।

শেষ ষোলোর লড়াই দেখতে ক্যাটাগরি-১ টিকিটের জন্য খরচ করতে হবে ৮১ হাজার ৩৭৫ থেকে ১ লাখ ২৮ হাজার ৬২৫ টাকা। এছাড়া, ক্যাটাগরি-২ টিকিটের দাম ৬৭ হাজার ৬২৫ টাকা থেকে ১ লাখ ৩ হাজার টাকা। ক্যাটাগরি-৩ টিকিটের জন্য ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে ৪৭ হাজার ৮৭৫ টাকা খরচ করতে হবে।

কোয়ার্টার ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম সর্বনিম্ন ১ লাখ ৬৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-২ টিকিটের মূল্য ১ লাখ ১৬ হাজার ৮৭৫ টাকা থেকে ১ লাখ ৬০ হাজার ১২৫ টাকা। ক্যাটাগরি-৩ টিকিট পাওয়া যাবে ৭০ হাজার ২৫০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকায়।

সেমিফাইনালের লড়াইয়ে ক্যাটাগরি-১ টিকিটের সর্বনিম্ন দাম ৩ লাখ ৯৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। তবে শেষ চারের ম্যাচগুলোর জন্য ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩ টিকিট বরাদ্দ পায়নি বাফুফে।

ফাইনাল ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। এছাড়া, ক্যাটাগরি-২ টিকিট পাওয়া যাবে ৭ লাখ ৩১ হাজার ৭৫০ টাকায়। তবে ক্যাটাগরি-৩ টিকিট টিকিট পায়নি বাফুফে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রতিদিন বাবার সামনে কাঁদতাম: হর্শিত রানা Jan 19, 2026
img
এই পৃথিবী শুধু পুরুষদের সফল হওয়ার জন্য নয়: জাইমা রহমান Jan 19, 2026
img
মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা Jan 19, 2026
img
তারেক রহমানের সিলেট সফর ঘিরে নিরাপত্তা বাড়াচ্ছে এসএমপি Jan 19, 2026
img
বিচারের মুখোমুখি অলিম্পিক কিংবদন্তি Jan 19, 2026
img
সাইকেল চালানো শিখিয়ে ২ বছরে প্রায় ৪৭ লাখ টাকা আয় করলো চীনা শিক্ষার্থী Jan 19, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ Jan 19, 2026
img
বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার Jan 19, 2026
img
ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ Jan 19, 2026
img
বিপিএল ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন Jan 19, 2026
img
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Jan 19, 2026
img
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু Jan 19, 2026
img
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ Jan 19, 2026
img
'বোর্ড অব পিস'এ যোগ দেওয়ার জন্য শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাল ট্রাম্প Jan 19, 2026
img
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি চেয়ে পাইনি: মোদি Jan 19, 2026
img
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ Jan 19, 2026
img
কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বাড়লেও যোগাযোগে পিছিয়ে চট্টগ্রাম বন্দর Jan 18, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা দিল বিএনপি Jan 18, 2026
img
শ্যানেন ডোহার্টির মৃত্যুর পর ডিভোর্স চুক্তি নিয়ে আদালতে প্রাক্তন স্বামী Jan 18, 2026
img
তারেক রহমান কোনো দাড়িওয়ালা আলেমের চেয়ে কম নন: জমিয়ত নেতা কাসেমী Jan 18, 2026