অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর, অভিনয় জগতে তাঁরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত। তাঁদের অসংখ্য অনুরাগী। বিভিন্ন চরিত্রে তাঁরা তাক লাগিয়ে চলেছেন বছরের পর বছর। কিন্তু বলিউডের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা অভিনয়ে না এলে কোন পেশা বেছে নিতেন জানেন?
প্রথমেই আসা যাক বলিউডের 'শাহেনশা'র কথায়। অমিতাভ বচ্চন, অভিনয় জগতে তাঁর অবদান ও প্রতিষ্ঠা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আজ যিনি বলিউডের একজন স্তম্ভ একটা সময় তাঁকেই অসম্ভব লড়াই করতে হয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। একবার এক 'কৌন বনেগা ক্রোড়পতির' মঞ্চে অমিতাভ খোদ বলেছিলেন, অভিনয়ে না এলে তিনি ট্যাক্সি ড্রাইভার হতেন। তবে শোনা যায়, অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে দুধ বিক্রিও করতেন তিনি একটা সময়। এমনকী কলকাতার আকাশবাণীতে রেডিওতেও চাকরি করেছেন তিনি একটা সময়।
বলিউডের 'কিং খান' অর্থাৎ শাহরুখ খান, দিল্লি থেকে আসা একটি সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প তো কারও অজানা নয়। সেই শাহরুখ অভিনয়ে না এলে কী করতেন জানেন? বহু সাক্ষাৎকারে শাহরুখ এই নিয়ে নিজেই বলেছেন যে, অভিনয়ে না এলে সেনাবাহিনীতে যোগ দিতেন অথবা ক্রীড়া সাংবাদিক হতেন।
অভিনেতা না হলে কণ্ঠশিল্পী বা কোরিওগ্রাফিকেই পেশা হিসেবে বেছে নিতেন জাভেদ জাফরি। তবে বহু পুরনো এক সাক্ষাৎকারে তিনি স্ত্রী রোগ বিশারদ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।
কাপুর পরিবারের সন্তান রণবীর কাপুর জানিয়েছিলেন এক সাক্ষাৎকারেঞ্জানিয়েছিলেন তিনি যদি অভিনয় জগতে না আসতেন বা প্রতিষ্ঠা না পেতেন তাহলে তিনি ক্যামেরার পেছনে কাজ করতেন। অর্থাৎ প্রযোজনা বা পরিচালনায় আসতেন তিনি।
শাহরুখের ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। কিন্তু বলিউডের হেভিওয়েট নায়িকা যদি তিনি না হতেন তাহলে একজন ব্যাডমিন্টন প্লেয়ার হতেন বলে জানিয়েছেন তিনি বহুবার সাক্ষাৎকারে।
বছর শেষে 'ধুরন্ধর' পারফরম্যান্স দিয়ে আরও একবার সকলের মন জিতে নিয়েছেন রণবীর সিং। এহেন রণবীর যদি অভিনয়ে না আসতেন তাহলে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে।
কাপুর পরিবারের মেয়ে হয়ে অভিনয় ছাড়া আর কিছুই পেশা হিসেবে বেছে নেওয়ার কথা ভাবতে পারতেন না করিনা। কিন্তু যদি ভাগ্যের পরিহারে তিনি অভিনেত্রী না হতে পারতেন তাতেও যে তিনি ক্রিয়েটিভ ফিল্ডেই কাজ করতেন।
ব্যাংককে শেফ হিসেবে জার্নি শুরুন করেছিলেন। অভিনয় জগতে আসার আগে এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলেন অক্ষয়। উল্লেখ্য,অভিনয়ের মতোই রান্নাকে ভালোবাসেন অক্ষয়। ক্যামেরার মতোই তাঁর এক অমোঘ টান রান্নাঘরের প্রতি। বলিউডের 'খিলাড়ি' তাই 'শেফ' হতেন। এছাড়াও এমনকী পারদর্শী তিনি মার্শাল আর্টসের মতো বিষয়েও। তাই অভিনয়ে না এলে এই দুই পেশাতেই নিজেকে প্রতিষ্ঠার কথা ভাবতেন অক্ষয়।
অভিনয় জগতে অভিষেক ঘটার আগে যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ে চাকরি করতেন। তিনবার স্নাতকোত্তর অর্জনকারী পরিণীতি কর্পোরেটেই চাকরি করতেন অভিনয়ে না এলে।
সলমনের 'দাবাং' ছবির হাত ধরে ফিল্মি দুনিয়ায় এন্ট্রি নেন সোনাক্ষী সিনহা। তারপর আর কখনও পিছনে ঘুরে তাকাতে হয়নি তাঁকে। তবে অভিনয় জগতে আসার আগে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি। অভিনয়ে না এলে সেই পেশাই যে সোনাক্ষী বেছে নিতেন এমনটাও জানিয়েছেন আগে।
অভিনয়ের মতো ভালোবাসেন লেখালেখি করতেও। অভিনয় জীবনে প্রবেশ না করলে বা অভিনয় জগতে প্রতিষ্ঠা না পেলে লেখিকা হতেন জাহ্নবী কাপুর।