বিতর্ক পেরিয়ে কাজে ফিরছেন দেবলীনা

‘মহুয়া’র বায়োপিককে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে। শনিবার প্রযোজকের দফতর থেকেই সেই ছবিকে কেন্দ্র করে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সেখানে উপস্থিত ছিলেন বড়পর্দার ‘মহুয়া’ অঙ্কিতা মল্লিক এবং গায়িকা দেবলীনা। জানানো হয়, আসন্ন ছবিতে মহুয়ার ঠোঁটে যে গান শোনা যাবে, তার কণ্ঠ দেবলীনাই দিচ্ছেন। সাদা পোশাকে শান্ত ও সংযত চেহারায় দেবলীনাকে দেখে মনে হচ্ছিল, সাম্প্রতিক কঠিন সময়ের পর তিনি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

গত কয়েক সপ্তাহ ধরে নানা কারণে খবরের শিরোনামে ছিলেন দেবলীনা। গত ৫ তারিখ একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে তিনি বিভিন্ন কারণ বশত মানসিকভাবে ভেঙে পড়েন। নিয়ে ফেলেন জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করার পর জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ফলেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের তরফে তখন জানানো হয়েছিল, দীর্ঘদিনের সাংসারিক অশান্তি থেকেই মানসিক চাপ বেড়েছিল। পরে নিজেও সেই মানসিক টানাপড়েনের কথা স্বীকার করেন গায়িকা।

এই পরিস্থিতির পর দেবলীনা কীভাবে নিজেকে সামলাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান, বর্তমানে মনোবিদের পরামর্শে চিকিৎসা চলছে। পরিবারের সকলেই তাঁকে মানসিকভাবে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। এখনও নিজেকে পুরোপুরি সামলে উঠতে না পারায় সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে কথা বলাও আপাতত এড়িয়ে যাচ্ছেন। তাঁর কথায়, এই সময়টা তিনি নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চান। যে ভুল তিনি করেছেন, তা থেকে বেরিয়ে এক নতুন জীবন। আবারও ফিরেছেন মঞ্চে। আবারও ধরেছেন গান। এখানেই থেমে থাকা নয়, এবার তিনি ছবিতে গান গাইতে চলেছেন।



এই কঠিন সময়ের মাঝেই এল এই কাজের সুযোগ। ছবিতে মহুয়ার জন্য দেবলীনাই যে গান গাইবেন, তা শনিবারই প্রযোজক তাঁকে নিশ্চিত করেছেন। যদিও কতগুলি গান তাঁর কণ্ঠে থাকবে, সুরকার কে হবেন বা কবে রেকর্ডিং শুরু হবে- এই সব কিছুই এখনও চূড়ান্ত নয়। তবু এই সুযোগকে জীবনের এক নতুন আশার আলো হিসেবেই দেখছেন দেবলীনা।

তবে দেবলীনাকে ঘিরে কটাক্ষও থেমে নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে সাম্প্রতিক ঘটনাকেকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে দেবলীনার স্পষ্ট বক্তব্য, তিনি কোনও নাটক করেননি। জনপ্রিয়তার জন্য এমন পরিস্থিতি তৈরি করার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি। তাঁর কথায়, এত অভিনয় করার ক্ষমতা থাকলে তিনি গানের জগৎ ছেড়ে অভিনয়েই মন দিতেন।
সব কিছু মিলিয়ে, বিতর্ক, সমালোচনা আর মানসিক লড়াই পেরিয়ে দ্রুতই কাজে ফিরেছেন দেবলীনা। পুরস্কারপ্রদান অনুষ্ঠানে উপস্থিতি হোক বা ছবিতে নেপথ্যশিল্পী হিসেবে সুযোগ- সবটাই তিনি জীবনে দ্বিতীয়বার পাওয়া সুযোগ হিসেবেই দেখছেন। এখন তাঁর একটাই লক্ষ্য, ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে যাওয়া এবং সামনে এগিয়ে চলা।

ছবির গান প্রসঙ্গে প্রযোজকও মুখ খুলেছেন। এখনও গীতিকার চূড়ান্ত হয়নি, তবে সুরের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। ছবিতে কিছু পুরনো গান ও কিছু নতুন গান রাখার পরিকল্পনা রয়েছে। প্রযোজক জানান, দেবলীনাকে নিয়ে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেটাকে ইতিবাচক দিক থেকেই ব্যবহার করতে চান তিনি।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এক যুগ পর পর্দায় ফেরার পথে অসিন! Jan 18, 2026
img
বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কী বললেন গোবিন্দ? Jan 18, 2026
img
বাংলাদেশে জাইমা রহমানের প্রথম বক্তব্যের পুরো অংশ Jan 18, 2026
img
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তেলুগু বলে মন জয় করলেন সারা অর্জুন Jan 18, 2026
img
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Jan 18, 2026
img
ধর্মেন্দ্রের মৃত্যুর পর জুহুর বাংলোতে বড় পরিবর্তন Jan 18, 2026
img
ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত: ডা. তাহের Jan 18, 2026
img

রুমিন ফারহানা

‘নির্বাচনে নিরপেক্ষতার ঘাটতি হলে যেকোনো আসনে ৫ আগস্ট হতে পারে’ Jan 18, 2026
img
মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত Jan 18, 2026
img
বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' এর দুই গানের শুটিং শুরু Jan 18, 2026
img
সাফ ফুটসাল: ভুটানের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ Jan 18, 2026
img
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে এনসিপি Jan 18, 2026
img
মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট Jan 18, 2026
img
নাহিদ ও পাটওয়ারীকে শোকজ ইসির Jan 18, 2026
img
দ্বিতীয় সুযোগে ফিরছেন বলিউডের তিন তারকাসন্তান Jan 18, 2026
img
মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ Jan 18, 2026
img
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ Jan 18, 2026
img
ফের প্রেক্ষাগৃহে মুখোমুখি ‘থেরি’ ও ‘মানকাথা’ Jan 18, 2026
শুধু ইবাদত আপনাকে জান্নাতে নেবে না Jan 18, 2026
প্রথমবার বাংলাদেশে আলোচনায় যে সব কথা বললেন জাইমা রহমান Jan 18, 2026