টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজিত এই টুর্নামেন্টে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের। বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
ভারতীয় দলে পেস আক্রমণে রাখা হয়েছে জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানাকে।
ফলে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১৬ ম্যাচে ১৪ উইকেট নেওয়া সিরাজ এবার বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তবে দল নির্বাচন নিয়ে কোনো ক্ষোভ না দেখিয়ে সতীর্থদের প্রতি শুভকামনাই জানিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন সাংবাদিকদের সিরাজ বলেন, ‘আমি আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলাম, কিন্তু এবার সুযোগ হলো না। একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপে খেলা স্বপ্নের মতো, আর দেশের হয়ে খেলাটা তার চেয়েও বড় গর্বের।
দলটি কাগজে-কলমে খুবই শক্তিশালী এবং ফর্মেও আছে। তাদের জন্য আমার শুভকামনা। আশা করি ট্রফিটা দেশেই থাকবে।’
দল থেকে বাদ পড়ার পাশাপাশি নিজের বিশ্রাম ও ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কারণ, এর আগে একটি টেস্ট ম্যাচে তাকে দীর্ঘ সময় বল করতে হয়েছিল।
সিরাজ বলেন, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, কারণ দ্বিতীয় টেস্টে আমি ৪০ ওভার বল করেছিলাম। একজন ফাস্ট বোলারের জন্য পর্যাপ্ত বিশ্রাম খুবই জরুরি। নিয়মিত টেস্ট খেললে শরীরের ওপর অনেক চাপ পড়ে।
ছন্দ আর মনোযোগ ধরে রাখতে হলে শরীরকে সময় দিয়ে ‘রিফুয়েল’ করানো প্রয়োজন।”
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভারত, যেখানে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে।
এমআই/এসএন