স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশ বৈষম্যমুক্ত হয়নি। ২৪ সালের আন্দোলনে ফ্যাসিস্টরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তেমন দেশ আমরা চাই না। বৈষম্যমুক্ত দেশ গড়তে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশ গঠনে সবার অংশগ্রহণ থাকবে।’
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
তিনি বলেন, জনসাধারণের চাহিদা অনুযায়ী দেশ চলবে। নতুন বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকবে। দেশ পরিবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি। তাই গণভোটে সকল ভোটারদের কাছে হ্যাঁ ভোট প্রদানের অনুরোধ করেন তিনি।
সংসদীয় ভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তারা শতভাগ নিরপেক্ষভাবে কাজ করবে। তারা কারো পক্ষে যাবে না। সরকার নিরপেক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন করবে বলে জানান তিনি।
এবি/টিকে