তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: সৈয়দ মো. ফয়সল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির সুস্পষ্ট রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

তিনি বলেছেন, সমতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের লক্ষ্যেই তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু একটি সরকার গঠনের বিষয় নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেট সফর সফল করতে সভায় উপস্থিত সব নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের অধিকার, ভোটের মর্যাদা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নে সমান সুযোগ নিশ্চিত করতে এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে দেশ গণতন্ত্র ও ভোটাধিকার সংকটে রয়েছে। এই সংকট উত্তরণে বিএনপির নেতৃত্বে জনগণ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের সময় মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। জাতীয়তাবাদী দর্শন সেই মানবিক উন্নয়নকেই সর্বাধিক গুরুত্ব দেয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অলি উল্ল্যা ও আরজু মেম্বার, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ অন্যান্য নেতারা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

যেকারণে আপনার রোজা রেখেও লাভ নেই | ইসলামিক জ্ঞান Jan 19, 2026
তারেক রহমানের সমান নিরাপত্তা চায় জামায়াত Jan 19, 2026
img
রাবাতের বিশৃঙ্খল পরিস্থিতিকে কীভাবে দেখছেন মরক্কো কোচ? Jan 19, 2026
img
পাকিস্তান সফরে থাকছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের পাঁচ তারকা Jan 19, 2026
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস Jan 19, 2026
img
মানবতাবিরোধী অপরাধে ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ জমা Jan 19, 2026
img
জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা Jan 19, 2026
img
মিরপুর উইকেটের সমালোচনা করলেন আমের জামাল Jan 19, 2026
img
আমিরের প্রযোজনায় ফের বীর দাস ও ইমরান খান! Jan 19, 2026
img
নির্বাচনকালীন ২৩ দিন সব পরীক্ষা স্থগিতের দাবি Jan 19, 2026
কিংবদন্তিদের সংস্পর্শে কাজ করে অনুপ্রাণিত মারিয়া Jan 19, 2026
img
অনেকেই বলে আমি কোটিপতি, অথচ অভ্যুত্থানের পর আমার আর্থিক অবস্থা বেশি খারাপ : মীর স্নিগ্ধ Jan 19, 2026
img
ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ Jan 19, 2026
img
সারেন্ডার করেছি, হাইকোর্টে ফয়সালা হবে: গফুর ভূইয়া Jan 19, 2026
img
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২৭ Jan 19, 2026
img
পি‌রোজপু‌রে যুবলীগ নেতা শিশির গ্রেপ্তার Jan 19, 2026
img
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিবি Jan 19, 2026
img
মাঝ-আকাশে বোমাতঙ্ক, ভারতীয় বিমানের জরুরি অবতরণ Jan 19, 2026
img
অঞ্জন দত্তের জন্মদিন আজ Jan 19, 2026
img
শুধু নারী কেন, পুরুষেরাও সমান ভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ে আকৃষ্ট!: সুমন মুখোপাধ্যায় Jan 19, 2026