নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন আত তাহেরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বিষয়টি (১৯ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
নোটিশ সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনি প্রচারণার সুযোগ নেই।
কিন্তু গিয়াস উদ্দিন তাহেরীর The Speech নামক ভেরিফায়েড ফেইসবুক পেইজের ফলোয়ার প্রায় ৭ লাখ ৭০ হাজার। সেই পেইজ থেকে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ভিডিও প্রচার করা হয়। এমতাবস্থায় বর্ণিত অভিযোগ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য আগামী ২০জানুয়ারি সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেয়া হয়েছে।
এদিকে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি'র এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও একই অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ২০ জানুয়ারি নিজ বা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
এসএস/টিএ