প্রতি বিপিএলেই দেখা যায় জিমি নিশামকে। তবে সেটি শেষের দিকেই বেশি। চলমান বিপিএলে অবশ্য মাঝের সময় থেকে যোগ দিয়েছেন নিশাম, খেলছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। আর দলের হয়ে আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন কিউই এই অলরাউন্ডার।
রাজশাহী দল নিয়ে নিশাম বলেন, 'হ্যাঁ, আমরা যেভাবে খেলছি, তা নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই যে কোনো টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। তো হ্যাঁ, আমরা সেই প্রথম লক্ষ্যটা পূরণ করতে পেরেছি এবং এর মাধ্যমে ফাইনালে ওঠার পথে একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকারও অর্জন করেছি, যদি প্রথম ম্যাচে হেরে যাই।'
গত কয়েক ম্যাচে যে ফর্ম ছিল, সেটাই ধরে রাখার লক্ষ্য নিশামের, 'দলটা আত্মবিশ্বাসী। তবে এটাও ঠিক, আগামীকাল একটা নতুন ম্যাচ। দুই দলই সমান অবস্থান থেকে শুরু করবে। তাই আবার ভালো পারফর্ম করতে হবে। আশা করছি, গত কয়েক ম্যাচে যে ফর্মটা ছিল, সেটা ধরে রাখতে পারব।'
কেইন উইলিয়ামসন এখনো এসএ টুয়েন্টি লিগে খেলছেন। সব কিছু মিলে গেলে, উইলিয়ামসনকে আবার বাংলাদেশে দেখা যেতে পারে বলে জানালেন নিশাম। তিনি বলেন, 'আমাদের নিয়মিতই কথা হয়। বছরের পর বছর আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েক দিনেও প্রতিযোগিতার শেষ ভাগে এখানে আসা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে সে এখনো এসএ২০ খেলছে, তাই কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। তবে আশা করছি, আঙুল ক্রস করে আছি, ওকে বাংলাদেশে আনতে পারব। মনে হয়, অনেক দিন হলো সে এখানে আসেনি।'
বিপিএলে কিউইদের বাকি ক্রিকেটারদের খেলা নিয়ে নিশাম বলেন, 'এখন আমরা বেশ ব্যস্ত সময় পার করছি। ভারতে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, আবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। পাশাপাশি আমাদের দেশের হোম সামারও চলছে। তাই কয়েকজন খেলোয়াড় আশপাশে আছে বলা যায়। আমরা নিয়মিতই হালকা-পাতলা যোগাযোগ রাখি। সুযোগ তৈরি হলে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।'
এমআই/এসএন