আগামী ফেব্রুয়ারিতে নাকি বিজয় দেবরকোণ্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! সে রকমই নাকি ঘটতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্যাপন করবেন। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রাশ্মিকা।
নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি। তবু একই জায়গায় একসঙ্গে একাধিক বার ঘুরতে গিয়েছেন। দিন কয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’
মাস কয়েক আগে তাঁদের বাগ্দানের খবর ছড়ানোর পরে উভয়ের অনামিকাতেই বহুমূল্য আংটি শোভা বাড়িয়েছে। সেটাও চোখ এড়ায়নি কারও। তাই বিয়ের তারিখ জানাজানি হতেই চওড়া হাসি তাঁদের মুখে। যদিও নিজেরা এই বিষয়ে কিছুই খোলসা করেননি। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। সেই মাসে প্রেম পরিণতি পাওয়ার খবরে খুশি সবাই।
কিন্তু প্রেম বা বাগ্দান নিয়ে এত লুকোছাপা কেন? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে? খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? সেটা জানাননি রক্ষিত-রশ্মিকা কেউই। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই প্রেম, বাগ্দান, বিয়ে নিয়ে রশ্মিকা এ বার তাই চুপচাপ।
এসএন