নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল যাত্রা শেষ। গতকাল রোববার নিজেদের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়ে এবারের আসর শেষ করেছে নতুন দলটি। এদিন দলের হয়ে ব্যাট করেননি ওপেনার সৌম্য সরকার।
তবে বল হাতে ফিল্ডিংয়ের সময় দেখা গেছে তাকে। আর এদিনই কন্যা সন্তানের বাবা হয়েছেন সৌম্য। দেশের বাইরে আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে। যে কারণে বিপিএলের শুরুতে যোগ দিতে দেরি হয়েছিল তার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি না লিখলেও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সৌম্য। সেখানে বউয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। খুলনার তুতপাড়া গ্রামের গোপাল দেবনাথের মেয়ে হলেন পূজা।
এমআই/এসএন