বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন আন্তর্জাতিক মহলের বিবেচনায় দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে বিএনপির চেয়ারম্যানকে সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মনে করছেন আন্তর্জাতিক মহলের সদস্যরা।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, আজকের সূচিতে ১১ জন রাষ্ট্রদূত উনার (তারেক রহমান) সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন। উন্নয়ন ভাবনা, আমাদের ৩১ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনার (তারেক রহমান) ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে, কী কী থাকছে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু প্রোগ্রেস আছে। এখানে আমাদের একটা কন্টিনিউটি থাকবে এবং বিভিন্ন পজিটিভ এক্সচেঞ্জেস তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতদের অত্যন্ত ফলপ্রস আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে, কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়।
হুমায়ুন কবির বলেন, সামনে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে নির্বাচন আমরা খুবই এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে। তারাই এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং ভালো একটা প্রসেসের দিকে বাংলাদেশ যাচ্ছে। তাই যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকেই।
এমআর/টিএ