মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ায় স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে সোমাবার (১৯ জানুয়ারি) ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসি।
সোমাবার প্রতি আউন্স সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৬৯০ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম উঠে যায় প্রতি আউন্স ৯৪ দশমিক ১২ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। মূলত অনিশ্চিত পরিস্থিতিতে স্বর্ণ ও রুপাকে নিরাপদ বিনিয়োগ বিবেচনা করে মানুষ, সেজন্য এসব ধাতুর দাম বাড়ে।
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ট্রাম্প।
এরপর থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে স্বর্ণ–রুপার দিকে ঝুঁকেছেন। ফলে ইউরোপের শেয়ারবাজার নেমে গেছে। লন্ডনের শেয়ারসূচক কমেছে, জার্মানি ও ফ্রান্সের বাজারেও বড় পতন হয়েছে। গাড়ি, প্রযুক্তি ও বিলাসপণ্যের কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্র ও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ার বেড়েছে।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি।
এবি/টিএ