বলিউডের এক সময়ের পরিচিত মুখ ছিলেন সানা খান। ২০২০ সালে হঠাৎ শোবিজের আলো-ঝলমলে জগত ছাড়ার ঘোষণা দেন তিনি। মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণে মনোনিবেশ করতেই এখন ব্যস্ত প্রাক্তন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানা জানান, মুফতিকে বিয়ের পর নিজের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। চারপাশের মানুষদের নতুন করে চিনতে শুরু করেছেন। দীর্ঘদিনের মিথ্যে সম্পর্কের বেড়াজাল ধীরে ধীরে সামনে উন্মুক্ত হওয়ায় নতুন করে ভাবতে শিখিয়েছে তাকে।
জানা যায়, ইসলাম ধর্মে মনোনিবেশের পর শোবিজের বন্ধুদের হারাতে শুরু করেন সাবেক এই অভিনেত্রী। এক সময়ের কাছের বন্ধুরাও তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সানা বুঝতে পারেন, সম্পর্কগুলো মিথ্যা ছিল, সত্যিকারের বন্ধুত্ব হলে বন্ধুরা তাকে কোনো অবস্থাতেই ছেড়ে যেতেন না।
সানা অবশ্য পরিষ্কার করেছেন, তার এ পরিবর্তনে কেউ তাকে বাধ্য করেনি। নিজ ইচ্ছাতেই ধর্মেকর্মে মনোযোগী হয়েছেন তিনি। তবুও সাবেক অভিনেত্রীর এমন পরিবর্তনে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। সে সম্পর্কে সানা বলেন, আমাকে কেউ ব্রেনওয়াশ করেনি। আমি স্বেচ্ছায় এ পথ বেছে নিয়েছি।
মুফতি আনাসের সঙ্গে বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেন সানা। তার মতে, তাদের বিয়ের বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয়েছিলো। বাবা-মা ছাড়া কেউ জানতেন না সেই খবর। এমনকি বিয়ের আগে মেহেদি শিল্পী বরের নাম জানতে চাইলেও স্বামীর নাম বলেননি তিনি। তাই গুঞ্জনে কান না দেয়ার কথাও জানান অভিনেত্রী।
প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তামিলসহ একাধিক ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। বিজ্ঞাপন ও রিয়েলিটি শো-তেও নজর কেড়েছিলেন তিনি। ২০১২ সালে ছিলেন ‘বিগ বস’-এর চূড়ান্ত প্রতিযোগী। তবে আলো ঝলমলে দুনিয়ায় মোহ কাটিয়ে এখন একান্ত নিজের মতোই জীবন সাজিয়েছেন সাবেক এই অভিনেত্রী।
এবি/টিএ