২০২৫ সালের অগস্টে ১০ বছর পর প্রথমবারের মতো এক মঞ্চে দেখা হয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অনুষ্ঠানের বিষয় ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র প্রচার-ঝলক। তবে সেই অনুষ্ঠানের পর শুরু হয়েছিল নানা বিতর্ক। নায়িকার স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়কের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা হয়, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ডেকেছিল।
এবার ছবির শুরুর আগেই দেব-শুভশ্রী এই বিতর্কের প্রেক্ষিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। নায়িকা শুভশ্রী বলেন, “অতীতে যা ছিল, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গেছি, কাজ করতে পারছি। সেই সঙ্গে আমাদের পাশে রয়েছেন আমাদের সঙ্গীরা। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, তাঁদের সমর্থনে আমরা কাজ করতে পারছি।”
দেব বলেন, “লাইভের পরে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমরা জানি, আপনাদের ভাল লাগছে, আমাদের একসঙ্গে দেখতে চান। তবে তা বলে আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না।” তিনি আরও জানিয়েছেন, নতুন ছবিতে থাকবে প্রেম, অ্যাকশন ও রোমাঞ্চ—সব ধরনের উপাদান থাকবে দর্শকের জন্য। ১০ মাস আগেই ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের কথাও ঘোষণা করেছেন তাঁরা।
ছবির নাম এবং চূড়ান্ত কাস্ট এখনও প্রকাশ করা হয়নি। তবে দেব প্রতিশ্রুতি দিয়েছেন, পয়লা বৈশাখে সব ঠিক করে শুভশ্রীকে নিয়ে ফের লাইভে আসবেন।
এমকে/টিএ