বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেছেন, আমরা যে অবস্থায় বিপিডিবিতে যোগদান করেছি, বর্তমানে বিপিডিবি তার চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাব।
সোমবার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে ‘বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একটি সংগঠন একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা পালন করে। ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞান ও গরিমা সংগঠনকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত স্বার্থ সেটাকে আবার পিছিয়ে দেয়। তবে অন্যের সঙ্গে সুস্থ প্রক্রিয়ায় অগ্রগামী থাকার মনোভাব সংগঠনকে আইকনিক হিসেবে গড়ে তোলে।
চেয়ারম্যান আরও বলেন, সংগঠন এগিয়ে যাওয়ার পূর্বশর্ত হলো মহৎ উদ্দেশ্যে অবিচল থাকা। কোনো পরিস্থিতিই যেন সংগঠনকে বিভ্রান্ত না করে। তবেই একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিপিডিবিএ সদস্য প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়িক অথবা ব্যক্তিগত স্বার্থের কারণে একটি সংগঠন নষ্ট হয়ে যায়। আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তা প্রত্যক্ষ করেছি। সুতরাং, আমাদের দাবি-দাওয়াগুলো যৌক্তিক হওয়া উচিত। সেজন্য প্রকৌশলীদের আরো অধ্যবসায়ী এবং পরিশ্রমী হতে হবে।
বিপিডিবি সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) প্রকৌশলী আ. ন. ম. ওবায়দুল্লাহ বলেন, বিউবো বহুবছর পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার চাকরি জীবনও দীর্ঘদিনের। জীবনে অনেক প্রতিশ্রুতিশীল অ্যাসোসিয়েশনকে যোগ্যতার অভাবে হারিয়ে যেতে দেখেছি। যদিও এ সংগঠনগুলো আরও সুদূরপ্রসারী হতে পারতো। সংগঠন সক্রিয় থাকলে সংস্থার কথা বলার একটি যথাযথ প্ল্যাটফর্ম থাকে।
বিশেষ অতিথি সদস্য বিতরণ প্রকৌশলী মো. আ. বাছিদ বলেন, বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের মাধ্যমে আজ থেকে বিউবো’র পেশাগত সুরক্ষা এবং অধিকার নিয়ে কথা বলার অনন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।
বক্তব্যে পরিচালক আইপিপি সেল ২ এবং বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন গঠনতন্ত্র কমিটির সদস্য সচিব প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন আজমী বলেন, বিপিডিবি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন’ নির্দলীয়, নিরপেক্ষ এবং সার্বজনীন সংস্থা হিসেবে বিউবো’র স্বার্থ নিয়ে কাজ করবে।
পিএ/টিকে