বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল
মোজো ডেস্ক 09:21AM, Jan 20, 2026
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই হঠাৎ বিপদের মুখে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না। বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পর জুহু এলাকায় ঘটে যায় একটি সড়ক দুর্ঘটনা। বড় ধরনের এই ঘটনায় অক্ষয়-টুইঙ্কেল দুজনেই অক্ষত থাকলেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তবে ঠিক তখনই বাস্তবের নায়ক হিসেবে সামনে আসেন ‘খিলাড়ি’ অভিনেতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর ছাড়ার কিছু সময় পর জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি দ্রুতগতির মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়ির ওপর, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতেও আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর দেরি না করেই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা থেকে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটকে পড়া এক ব্যক্তিকে একাধিক মানুষ মিলে টেনে বের করে আনা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধারকাজে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল। আহতদের দ্রুত সহায়তার ব্যবস্থাও করেন অক্ষয় কুমার নিজেই।