টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের আগে একের পর এক চোটের ধাক্কায় নাজুক দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের স্কোয়াডে থাকা তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার ইনজুরিতে পড়েছেন তারকা ব্যাটার ডেভিড মিলার। যে কারণে তিনি গতকাল (সোমবার) এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে ব্যাটিংয়ে নামতে পারেননি।
জোবার্গ সুপার কিংসের বিপক্ষে পার্ল বোল্যান্ড পার্কে নেমে ব্যাটিং নিয়ে ধুঁকেছে স্বাগতিক পার্ল রয়্যালস। অধিনায়ক মিলার প্রথম ইনিংসের ১৬তম ওভার চলাকালে কুঁচকির (গ্রোয়িন) চোটে পড়েছেন। পরের ইনিংসে তাকে ছাড়াই ব্যাটিংয়ে নেমে হেরেছে পার্ল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিলারের পুরো ফিট হওয়ার ক্ষেত্রে সময় বেশ কম। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, মিলারের ইনজুরির প্রকৃত ধরন এবং মাত্রা এখনও নিশ্চিত নয়। তিনি নিজেও চোট গুরুতর নাকি হালকা সেই বিষয়ে জানেন না। ম্যাচ শেষে মিলার জানান, ‘আমি এখনও (চোট কেমন) জানি না। আমরা আগামীকাল দেখব। তবে অবশ্যই এটি আদর্শ কিছু নয়।’
এ নিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে চোটের তালিকায় নাম লেখালেন বাঁ-হাতি এই তারকা ব্যাটার। তার আগে জোবার্গ সুপার কিংসের হয়ে এসএ টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের হাড় ভেঙে গেছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দোনোভান ফেরেইরার। একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে নিয়েছিল প্রোটিয়ারা। স্ক্যান রিপোর্টে কাঁধের হাড়ে ফাটল দেখা দিয়েছে। কিন্তু ফেব্রুয়ারির টুর্নামেন্টের জন্য ফিট হতে সময়ের বিপরীতে লড়তে হবে তাকে।
এর আগে ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া টনি ডি জর্জিকে এখনও পাওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। জানুয়ারির শেষদিকে দলটির টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে বাঁ-হাতি এই ব্যাটারকে পাওয়ার প্রত্যাশা প্রোটিয়াদের। এর বাইরে এবারের এসএ টোয়েন্টির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ওটনিয়েল বার্টম্যানকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখায় দেশটির ক্রিকেট বোর্ড সমালোচিত হয়েছে। প্রোটিয়াদের স্কোয়াডে আছে ৬ পেসার।
আরআই/টিকে