নানা জল্পনা-কল্পনা ও বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। রাউন্ড রবিন লিগের ২৯টি ম্যাচ শেষে প্লে-অফে জায়গা করে নিয়েছে চার দল-রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স।
এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের দুই ফাইনালিস্ট।
ঢাকা পর্বের শুরুতেই বিপিএলকে ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল এবং বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে প্রথম দিন কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। তবে সেই অনিশ্চয়তা দ্রুত কেটে যায় এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগ পর্বের খেলা সফলভাবে শেষ হয়।
আজ দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে দুপুর ১টায় সিলেট টাইটানসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স, যেখানে পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬টায় লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস, যাদের মধ্যে জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।
এবারের বিপিএলে শুরু থেকেই লো স্কোরিং ম্যাচ এবং ব্যাটারদের সংগ্রাম নিয়ে দর্শকদের মধ্যে বিরক্তি দেখা গেছে, এমনকি টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
কেএন/টিকে