কর্মকর্তাদের প্রকাশ্যে তিরস্কার, উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির অর্থনীতি নীতি দেখভালকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং ‘অযোগ্য’ দলের সদস্যদের তীব্র সমালোচনা করেছেন। দেশটির গোপনীয় শাসন ব্যবস্থায় এটি বিরল এক প্রকাশ্য সমালোচনা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকায়ন প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিম সরাসরি উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়।

’ কিম আরো বলেন, ‘আমাদের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় একটি ভুল ছিল। গাড়ি টানতে বাছুর নয়, বরং দরকার বলদ।’

ইয়াং আগে যন্ত্রপাতি শিল্পের মন্ত্রী ছিলেন এবং পরে মেশিনারি খাতে দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী হন। তিনি দলের নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্যও ছিলেন।

এখন তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানা যায়নি। উল্লেখযোগ্য, এই পদক্ষেপ আসে যখন উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টি তার নবম কংগ্রেসের প্রস্তুতি নিচ্ছে, যেখানে দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার শিল্প কমপ্লেক্স পরিদর্শনের সময় কিম আধুনিকায়ন প্রকল্পে দেরির জন্য কর্মকর্তাদের দায়ী করেন। তিনি বলেন, ‘অবদায়ী, অশোভন ও অযোগ্য অর্থনৈতিক কর্মকর্তাদের কারণে রিয়ংসং মেশিন কমপ্লেক্সের প্রথম ধাপের আধুনিকায়ন প্রকল্পে সমস্যা হয়েছে।

কিম এমন দলীয় সদস্যদেরও সমালোচনা করেন যারা দীর্ঘদিন ‘পরাজয়বাদের, দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার’ অভ্যস্ত। তিনি সতর্ক করেছেন, ‘বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারকরা দেশের শিল্পকে পুরোপুরি পুনর্বিন্যাস ও প্রযুক্তিগতভাবে উন্নত করার কাজ পরিচালনা করতে সক্ষম নয়।’

এ ধরনের প্রকাশ্য সমালোচনা বিরল এবং এটি কর্মকর্তাদের মধ্যে শৃঙ্খলা জোরদার করার জন্য নেওয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে, হত্যার হুমকির আশঙ্কার কারণে। অতীতেও এমন প্রকাশ্য বরখাস্তের ঘটনা ঘটেছে, যেমন ২০১৩ সালে কিমের মামা জাং সঙ থাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন রাষ্ট্রদ্রোহের অভিযোগে।

বিশেষজ্ঞরা বলছেন, কিম প্রকাশ্য দায়বদ্ধতার এই কৌশল ব্যবহার করছেন কর্মকর্তাদের সতর্ক করার জন্য।
সূত্র : আলজাজিরা। 

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এমন জয়ের চেয়ে হার মেনে নেয়া সহজ: সাদিও মানে Jan 20, 2026
প্রচারের আগেই আচরণবিধি ভাঙছেন প্রার্থীরা Jan 20, 2026
img
ভাড়াটিয়া যে কোনো সময় ঢুকতে পারবেন বাসায় Jan 20, 2026
রিজিকের দুশ্চিন্তা কমানোর উপায় | ইসলামিক জ্ঞান Jan 20, 2026
img
দেব খুব ভালো ছেলে: রাজ চক্রবর্তী Jan 20, 2026
img
স্বাস্থ্যের দুই বিভাগ এক হচ্ছে : প্রেস সচিব Jan 20, 2026
img
আবারও মা হচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর, প্রকাশ্যে বেবিবাম্প Jan 20, 2026
img
ফুটবলারদের জন্য সুপার বোলের জমকালো উদ্বোধনীতে ‘গ্রিন ডে’ Jan 20, 2026
img
পন্টিংকে পাল্টে দিয়েছিল দ্য আন্ডারটেকারের পোস্টার Jan 20, 2026
img
স্কোয়াডে জায়গা পেতে নেইমারের কঠোর অনুশীলন Jan 20, 2026
img
চেয়ারম্যানকে ‘পাওয়ার’ দেখালেন ইউএনও Jan 20, 2026
img
‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ালেন’ ট্রাম্প! Jan 20, 2026
img
ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি Jan 20, 2026
img
প্রথমবার ঢাকার সিনেমায় কবীর সুমনের গান, গাইবেন আসিফ Jan 20, 2026
img
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের সুখবর দিল দূতাবাস Jan 20, 2026
img
ডু অর ডাই ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিশাদের হোবার্ট Jan 20, 2026
"প্রশাসনের পদক্ষেপ না থাকায় জিয়া পরিষদের ব্যানার খুলেছেন আম্মার" Jan 20, 2026
img
সেনেগালের বিশৃঙ্খলা ‘অগ্রহণযোগ্য’: ফিফা সভাপতি Jan 20, 2026
img
‘দেশু ৭’-এর উন্মাদনায় ব্যক্তিগত জীবনে আঘাত না করার অনুরোধ দেব-শুভশ্রীর Jan 20, 2026
img
শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব Jan 20, 2026