অনুরাগী সামলানোয় জুড়ি নেই শাহরুখ খানের। তার আচরণে ভক্তের মন খারাপ হয়েছে এমন উদাহরণ নেই। এবার সেই শাহরুখ কেড়ে নিলেন এক অনুরাগীর ফোন। আরেকজনকে দিলেন মঞ্চ থেকে নামিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। ২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডসে যোগ দিতে সম্প্রতি সেখানে উড়ে যান কিং খান। ওই আসরেই ঘটে এরকম অপ্রত্যাশিত ঘটনা। এরইমধ্যে সে ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।
ওই ভিডিওতে দেখা গেছে, কিং খান একজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। বাদশাহকে নাগালে পেয়ে এক ভক্ত সেলফি তুলতে যান। কিন্তু বাধা দেন শাহরুখ। তড়িঘড়ি করে ভক্তের হাত থেকে ফোনও কেড়ে নেন। অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ছবি তুলতে এলে, মোবাইল-সহ ওই ব্যক্তিরও হাত ধরে নিচে নামিয়ে দেন।
কিং খানের এমন আচরণে হতভম্ব নেটিজেনরা। নিন্দুকেরা যখন রে রে করে উঠবেন ঠিক তখন দেখা গেল পরের দৃশ্য। যেখানে শাহরুখ ফিরিয়ে দেওয়া দুই ভক্তকে ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন।এরপর হাসিমুখে তাদের সঙ্গে ছবি তোলেন। মুহূর্তেই তা ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে।
ফলে নিন্দুকেরা আর সুযোগ পাননি। ফোন কেড়ে নেওয়ায় কিং খানকে ধুয়ে দেওয়ার প্রস্তুতি নিলেও পরের দৃশ্য দেখে খেই হারান। অন্যদিকে কিং খানের ভক্তরা মেতে ওঠেন প্রশংসায়।
বর্তমানে শাহরুখ ব্যস্ত কিং সিনেমা নিয়ে। সবশেষ ২০২৩ সালে তাকে দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। একই বছর আরও দুইটি সিনেমা ‘জাওয়ান’ ও ‘পাঠান’ উপহার দিয়েছিলেন তিনি। যা বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল। টিজার দেখে কিং নিয়েও সেই প্রত্যাশা ভক্তদের।
কেএন/টিকে