দখলের হুমকি দিয়ে এবার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে ‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ একটি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো মেসেজের স্ক্রিনশটের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরো কয়েকটি ছবি পোস্ট করেছেন।
ছবিগুলোর একটি মনে হচ্ছে ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপ উপলক্ষে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন।
ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা ছবিতে উপস্থাপনা বোর্ডটি বদলে দেওয়া হয়েছে, যেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা দেখানো হয়েছে। মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন প্রদর্শিত ছিল।
মূল ছবিটি ২০২৫ সালের আগস্টে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর তোলা হয় এবং হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
আজ ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ছবি পোস্ট করেছেন, যা একটি ইলাস্ট্রেশন।
সেখানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করছেন। তার পাশে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইলাস্ট্রেশনের সামনের অংশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে: ‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬।’
সূত্র : বিবিসি।
টিজে/টিকে