গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা না হলে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে মার্কিন কর্তৃত্বে নেওয়ার বিষয়ে একমত না হলে শুল্কারোপের বিষয়টি শতভাগ বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় একজোট থাকার ঘোষণা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্রিনল্যান্ডের দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া হুমকিতে উত্তেজনা বাড়ছে। গত সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্কারোপের হুমকি বাস্তবায়নে শতভাগ অঙ্গীকারাবদ্ধ বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ইউরোপের নেতাদের উচিত গ্রিনল্যান্ডে মনোযোগ না দিয়ে ইউক্রেন ও রাশিয়ায় মনোযোগ দেওয়া। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট ইউরোপীয় মিত্ররা। যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ‘ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয়। কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যাবে না। হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি ঘোলা করার ইচ্ছে আমার নেই।’
এ ছাড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন বলেন, ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না ইউরোপ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও মার্কিন হুমকির সমালোচনা করেছেন।
ট্রাম্পের শুল্কারোপের হুমকি পুরোপুরি ভুল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। পাল্টা শুল্কারোপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থ রক্ষা করবে না।
এদিকে আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এই ইস্যুতে জরুরি শীর্ষ বৈঠকে বসবেন ইইউর নেতারা। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের হুমকির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করবেন তাঁরা।
এমকে/টিএ