বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কচার্স। ৪৮ রানের বড় ব্যবধানে জিতে নবমবারের মতো ফাইনালে উঠার নজির গড়ল দলটি। বিগ ব্যাশের ইতিহাসে এত বেশিবার ফাইনালে উঠার রেকর্ড নেই অন্য কোনো দলের।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে পার্থ স্কচার্স। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সিডনির ইনিংস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পার্থ। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলের ব্যাটাররা। বিশের কোটা ছাড়িয়েছেন মাত্র তিনজন ব্যাটার। সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার ফিন অ্যালেনের ব্যাট থেকে। ২৯ রান করেন দলনেতা অ্যাস্টন টার্নার। আর ২০ রান করেন ঝাই রিচার্ডসন। বাকিরা থামেন দশের কোটা পূরণের আগেই।
রান তাড়া করতে নেমে পার্থ স্কচার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিডনির ব্যাটাররা। ওপেনার স্টিভেন স্মিথ ছাড়া বিশের ঘর পার করতে পারেননি কোনো দলই। ২৪ বলে ৩৭ রান করেন স্মিথ।
পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহলি বেয়ার্ডম্যান। দুটি করে উইকেট নেন কুপার কনোলি ও ডেভিড পাইনে। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।
এসকে/এসএন