মুম্বাইয়ের জুহু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে অক্ষয় কুমারের গাড়িবহর, যার জেরে গুরুতর আহত হয়েছেন এক অটোরিকশা চালক। বিদেশে বিবাহবার্ষিকী উদযাপন শেষে সোমবার রাতে শহরে ফেরেন এই বলিউড তারকা, কিন্তু বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় বিপত্তি। ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, অক্ষয়ের নিরাপত্তাবহরের একটি গাড়ি উলটে পড়ে রয়েছে, আর তার ধাক্কায় সামনের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে বড় গাড়ির নিচে আটকে গেছে।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। জানা গেছে, অক্ষয়ের নিরাপত্তাবহরের একটি গাড়ি পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন আহত অটোচালকের পরিবার। তার ভাই মহম্মদ সমীর জানিয়েছেন, সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে জুহুতে অক্ষয়ের বাংলোর সামনে দুর্ঘটনাটি ঘটে। সে সময় তার ভাই এক যাত্রী নিয়ে যাচ্ছিলেন এবং অক্ষয়ের ইনোভা ও মার্সিডিজ গাড়ি দুটি অটোরিকশার পেছনেই ছিল। হঠাৎ পেছনের গাড়ি ধাক্কা দিলে অটোটি উলটে যায় এবং চালক বড় গাড়ির পাশে ছিটকে পড়েন।
তিনি আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পর তাদের ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়েছিল। তবে এখন তাদের একমাত্র দাবি, আহত চালকের চিকিৎসা যেন সঠিকভাবে হয় এবং ভেঙে যাওয়া অটোরিকশা মেরামতের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়।
এদিকে বলিপাড়ায় এই দুর্ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও জানা গেছে, যে দুটি গাড়ি অটোরিকশায় ধাক্কা মেরেছে, তার কোনোটিতেই অক্ষয় কুমার বা তার স্ত্রী টুইঙ্কল খান্না ছিলেন না। তারকা দম্পতি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন।
এমকে/টিএ