বলিউড থেকে হলিউডে পা রেখে বিশ্বমঞ্চে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক মায়ের দীর্ঘদিনের অনুশোচনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া স্বীকার করেছেন, মেয়ের ক্যারিয়ার গড়তে গিয়ে তিনি অনিচ্ছায় অবহেলা করেছেন ছেলে সিদ্ধার্থ চোপড়াকে, যা নিয়ে আজও তাঁর মনে অপরাধবোধ রয়ে গেছে। এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে কি চোপড়া পরিবারে ফাটল ধরেছে।
বলিউডে কোণঠাসা হয়ে পড়ার পর প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউডে নিজের পরিচিতি গড়ে তুলছিলেন, তখন প্রায় সবসময়ই তাঁর পাশে ছিলেন মা মধু চোপড়া। কখনো শুটিং, কখনো আন্তর্জাতিক অনুষ্ঠান, কখনো বিদেশযাত্রা প্রতিটি ধাপে মেয়ের সঙ্গে ছায়ার মতো ছিলেন তিনি। বহু সাক্ষাৎকারেই প্রিয়াঙ্কা স্বীকার করেছেন, মায়ের সমর্থন ছাড়া তাঁর এই সাফল্য সম্ভব হতো না। তবে সেই দায়িত্ব পালনের মূল্য দিতে হয়েছে ভাই সিদ্ধার্থ চোপড়াকে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মধু চোপড়া আক্ষেপের সুরে বলেন, প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সবসময় মেয়ের সঙ্গে থাকতেন। ফলে কিশোর বয়সে সিদ্ধার্থ অনেকটাই একা বড় হয়েছে। একই সময় প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়াও তাঁর চিকিৎসক পেশা নিয়ে ব্যস্ত ছিলেন। মধুর ভাষায়, মেয়ের ক্যারিয়ার গড়তে গিয়ে এক ধরনের অনিচ্ছাকৃত ক্ষতির শিকার হয়েছে সিদ্ধার্থ।
তিনি আরও বলেন, আজও যখন তিনি ছেলেকে সংগ্রাম করতে দেখেন, তখন মনে হয় ঈশ্বরের আশীর্বাদে তাঁর দুই দায়িত্ববান সন্তান রয়েছে, যারা তাঁকে ভালোবাসে এবং তাঁর খেয়াল রাখে। মায়ের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়, সত্যিই কি চোপড়া পরিবারে দূরত্ব তৈরি হয়েছে।
তবে জানা গেছে, মধু চোপড়া এই আক্ষেপ আগেও এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন। সেই পুরোনো মন্তব্যই সম্প্রতি আবার ভাইরাল হয়েছে, বিশেষ করে প্রিয়াঙ্কার সাম্প্রতিক চলচ্চিত্র নিয়ে চর্চার মধ্যেই। বর্তমানে সিদ্ধার্থ চোপড়া লন্ডনে বসবাস করছেন এবং বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন। অন্যদিকে মধু চোপড়াকে বেশিরভাগ সময় দেখা যায় প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে।
এমকে/টিএ