অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও।
কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে।
নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন—ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত।
অনেকেই মনে করছেন নতুন এই রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এই দাবিকে নাকচ করে দিলেন এই অভিনেত্রী।
বাঁধন জানান, যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।
সম্প্রতি আত্মপ্রকাশ করা দলের নেতা কর্মীদের সঙ্গে আজমেরী হক বাঁধনের ছবি দেখা যায়। সেই ছবি থেকেই অনেকেই ধারণা করছিলেন হয়তো বাঁধন এবার রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না।
বাঁধনের ভাষ্য, যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা খুবই ভালো। তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে। সেই সূত্রে তাদের সঙ্গে দেখা করা। তার মানে এই নয় যে আমি দলে যোগ দিচ্ছি।
সম্প্রতি রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর কাজ শেষ করেছেন বাঁধন। এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে।
প্রসঙ্গত, বাঁধন বর্তমানে তানিম নূরের বনলতা এক্সপ্রেস-এর শুটিং করছেন, এটা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
এসএন