এক সময় টলিপাড়ার সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল দেব ও শুভশ্রীর প্রেমকাহিনি। পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শককে মাতিয়েছিল, তেমনি বাস্তব জীবনেও এই জুটিকে ঘিরে জল্পনার শেষ ছিল না। তবে সময়ের স্রোতে সম্পর্কের সমীকরণ বদলে গেছে। শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, দুই সন্তানের মা। তবু অতীত যে কখনো কখনো বর্তমানকে ছুঁয়ে যায়, তারই প্রমাণ মিলল রাজের সাম্প্রতিক এক মন্তব্যে। ‘দেব-শুভশ্রীর বিয়েটা হলে ভালোই হত’ পরিচালকের এই কথাতেই আবারও আলোচনায় উঠে এসেছে পুরনো অধ্যায়।
টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ অকপটে স্বীকার করেছেন, একসময় তিনিও দেব-শুভশ্রী জুটির ভবিষ্যৎ নিয়ে শুভকামনা করেছিলেন। তাঁর কথায়, তখন তাঁরও মনে হয়েছিল তাঁদের বিয়ে হলে হয়তো ভালোই হতো, কিন্তু শুভশ্রী শেষ পর্যন্ত তাঁর কপালেই লেখা ছিল, আর তিনিও শুভশ্রীর কপালেই ছিলেন। তাই সবকিছু ঠিকঠাকভাবেই হয়েছে এবং তাঁরা বর্তমানে খুব সুখী।
এখানেই থামেননি রাজ। দেবকে নিয়েও তিনি প্রশংসা করেছেন। তাঁর মতে, দেব খুব ভালো মানুষ এবং যাঁর সঙ্গেই তাঁর বিয়ে হবে, তিনি অবশ্যই সুখী হবেন। স্ত্রীর প্রাক্তন সম্পর্ক নিয়ে এমন পরিণত ও শান্ত মন্তব্য খুব কম ক্ষেত্রেই শোনা যায়, বিশেষ করে এমন সময়ে যখন দীর্ঘ এক দশক পর আবারও দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী। দেবের একান্নতম ছবিতে নায়িকা হিসেবে রাজ-ঘরণীর প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কম হয়নি। ‘ধূমকেতু’র পর ফের একসঙ্গে কাজ করেও তাঁরা ব্যক্তিগত তিক্ততার বদলে পেশাদারিত্বকেই প্রাধান্য দিয়েছেন।
একসময় দেব-শুভশ্রী জুটি মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রীর জীবনে স্থিরতা এনেছেন রাজ এ কথা অভিনেত্রী নিজেও বহুবার বলেছেন। আজ তাঁরা টলিপাড়ার অন্যতম শক্তিশালী দম্পতি। দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার অনেকের কাছেই আদর্শ।
রাজের সাম্প্রতিক মন্তব্য আসলে তাঁদের দাম্পত্যের ভিত কতটা মজবুত, সেটাই তুলে ধরেছে। অতীতকে অস্বীকার না করে সম্মানের সঙ্গে গ্রহণ করাই যে প্রকৃত পরিণত ভালোবাসা, সেই বার্তাই যেন দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে বহু নেটিজেনও বলছেন, প্রাক্তন সম্পর্ক নিয়ে এমন সাবলীল ও ইতিবাচক মন্তব্য কেবল রাজ চক্রবর্তীর পক্ষেই সম্ভব।
প্রসঙ্গত, রবিবার দেব ও শুভশ্রী ফেসবুক লাইভে এসে অনুরাগীদের অনুরোধ করেছিলেন, তাঁদের বর্তমান সঙ্গীদের নিয়ে যেন কোনো কটূক্তি না করা হয়। দেব স্পষ্ট করে বলেছিলেন, এমন কিছু না লেখার জন্য যাতে তাঁদের মনে হয় তাঁদের সঙ্গীকে অপমান করা হচ্ছে। শুভশ্রীও যোগ করেছিলেন, তাঁদের যতটা সম্মান দেওয়া হচ্ছে, তার থেকেও বেশি সম্মান যেন তাঁদের সঙ্গীদের দেওয়া হয়।
এমকে/টিএ