প্রবালসমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ব্যাপক তৎপরতা শুরু করেছে। গত ২ দিন ধরে দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও অসচেতন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২টি মামলায় ৩ লাখ ৭৬ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। দ্বীপটির প্রাকৃতিক বাস্তুতন্ত্র ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়।
এসব অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানের অংশ হিসেবে সেন্ট মার্টিন দ্বীপের হোটেল ফ্যান্টাসি, কোরাল হেডজ বিচ রিসোর্ট, হোটেল অবকাশ, আপ্যায়ন রেস্তোরাঁ এবং দি আটলান্টিক হোটেল পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা ও কঠিন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, স্তূপীকৃত প্লাস্টিক পোড়ানো, উচ্চ শব্দে জেনারেটর ব্যবহার, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রথম দিন ৭টি প্রতিষ্ঠান এবং মঙ্গলবার দ্বিতীয় দিন ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রাপ্ত অপরাধের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, স্তূপীকৃত প্লাস্টিক পোড়ানোর জন্য বায়ু দূষণ বিধিমালা ২০২২, উচ্চ শব্দে জেনারেটার ব্যবহার করায় শব্দ দূষণ বিধিমালা ২০২৫, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার তৈরি এবং হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ২২টি মামলায় সর্বমোট ৩ লাখ ৭৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, দ্বীপের পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টিমের মাধ্যমে সোমবার ও মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযান পরিচালিত হয়।
এসএস/টিএ