নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে দুর্দান্ত ফিফটি করেন শারমিন আক্তার। তার এমন ব্যাটিংয়ের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনে নেমে ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন। তার ইনিংসে এক ছক্কা ও ৮টি চার মার ছিল। দারুণ ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
এবার র্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন শারমিন। আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন তিনি। এখন ৫৭তম স্থানে আছেন।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার আগে আছেন কেবল নিগার সুলতানা জ্যোতি। এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে চলে গেছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের উন্নতি হয়নি।
এসকে/এসএন