সোমবার থেকে গায়িকা নেহা কক্করকে ঘিরে জল্পনা তুঙ্গে। তাঁর পোস্ট নিয়ে নানাজনের নানা মত। সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) আচমকা একটি আবেগঘন পোস্ট শেয়ার করে মিউজিক ইন্ডাস্ট্রি (Music Industry) থেকে আপাতত বিরতি নেওয়ার ইঙ্গিত দেন নেহা কক্কর। পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত দায়দায়িত্ব থেকেও কিছুদিন দূরে থাকতে চান বলে জানান তিনি। নেহার বক্তব্য, এই মুহূর্তে সবকিছু থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ তিনি দেখতে পাচ্ছেন না। এমনকি ভবিষ্যতে আবার ফিরবেন কি না, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানান।
নেহার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় নানা জল্পনা। বিশেষ করে ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়েই প্রশ্ন উঠতে থাকে। অনেকে অনুমান করেন, হয়তো সম্পর্কের টানাপড়েনের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছেন গায়িকা।
এই গুঞ্জন ছড়াতেই পরিস্থিতি স্পষ্ট করতে নিজেই এগিয়ে আসেন নেহা কক্কর। ইনস্টাগ্রামে ধারাবাহিক পোস্টে তিনি জানান, তিনি আপাতত দায়িত্ব, সম্পর্ক এবং কাজ- সবকিছু থেকেই বিরতি নিতে চান। এই সময় তাঁকে যেন কেউ ক্যামেরাবন্দি না করেন, সেই অনুরোধও করেন পাপারাজ্জি ও অনুরাগীদের কাছে। নেহার কথায়, তিনি তাঁর ব্যক্তিগত পরিসর ও মানসিক শান্তি রক্ষা করতে চান।
একই সঙ্গে গায়িকা জোর দিয়ে জানান, তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে স্বামী রোহনপ্রীত বা পরিবারের কোনও সম্পর্ক নেই। নেহা স্পষ্ট ভাষায় বলেন, তাঁর স্বামী নিরীহ এবং পরিবার সবসময় তাঁর পাশে থেকেছে। তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন, তার নেপথ্যে পরিবারের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের যেন এই চর্চার বাইরে রাখা হয়, সেই অনুরোধ করেন তিনি।
তাহলে এই মানসিক অস্থিরতার কারণ কী? নেহা জানান, তিনি আসলে কিছু মানুষ এবং একটি নির্দিষ্ট ‘সিস্টেম’-এর উপর ক্ষুব্ধ। সেই কারণেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে তিনি আপাতত অনিচ্ছুক।
এই আবেগঘন পোস্ট ঘিরে যখন নানা মহলে কটাক্ষ শুরু হয় এবং একে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও দাগিয়ে দেওয়া হয়, তখন ফের প্রতিক্রিয়া জানান নেহা কক্কর। তিনি স্বীকার করেন, সামাজিক মাধ্যমে এতটা আবেগপ্রবণ হওয়া তাঁর উচিত হয়নি। মানসিক অবস্থার কারণেই তিনি ওই পোস্টগুলি করেছিলেন। তবে তাতে যদি অনাকাঙ্ক্ষিত উদ্বেগ বা বিভ্রান্তি তৈরি হয়ে থাকে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে নেহা কক্করের এই বিরতি নেওয়ার সিদ্ধান্ত। গায়িকার অনুরাগীরা যেমন তাঁর দ্রুত সুস্থ মানসিক অবস্থায় ফেরার কামনা করছেন, তেমনই সবাই অপেক্ষায়-এই বিরতি কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে, নাকি আবার নতুন উদ্যমে ফিরবেন নেহা।
এমআই/এসএন