রাজধানী ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। একই সাথে জুন-জুলাই মাসে এই ভাড়া বাড়ানো, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং বাড়িভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি যাতে না হয় সেটিও ডিএনসিসির এই নির্দেশিকায় রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এক সংবাদ সম্মেলনে এই নির্দেশিকার কথা জানান।
বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রীম ভাড়া নেওয়া যাবে না এবং আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তি বাতিল করতে হলে দুই মাসের নোটিশ দিয়ে দুইপক্ষই ভাড়ার চুক্তি বাতিল করতে পারবে এমন বিষয়সহ ১৬ টি নির্দেশিকা দিয়েছে ডিএনসিসি। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ এর আলোকে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষকেই এই নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
এমআই/এসএন