র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে। এতে যত দিন দরকার, তত দিন সময় নেব।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় র্যাব-৭ দপ্তরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে র্যাবের প্রধান এই হুঁশিয়ারি দেন।
মহাপরিচালক বলেন, ‘এই জঙ্গল সলিমপুর, যেটা সন্ত্রাসীদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে। সেই আড্ডাখানা আমরা খুব শিগগির আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নির্মূল করব। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে, যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে—তাদের আমরা নির্মূল করব। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। এতটুকু আমরা কথা দিচ্ছি।’
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের বসবাসের এই অভয়াশ্রম আমরা অবশ্যই নির্মূল করব। এ জন্য আমাদের যত দিন সময় লাগে, যত সময় লাগবে, যা যা প্রক্রিয়া লাগবে—সবই করা হবে। কারণ, তারা (সন্ত্রাসীরা) কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। এত দিন আমাদের এটা করা হয়নি। এবার আমরা এটা করে সন্ত্রাসীদের এই অভয়াশ্রম নির্মূল করব।’
র্যাবের প্রধান বলেছেন, ‘এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এর পেছনে লেগে থাকব।’ এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ইউটি/টিএ