গত কয়েকদিন ধরেই ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যদি কূটনীতির মাধ্যমে তাদের কাছে গ্রিনল্যান্ড না দেওয়া হয় তাহলে শক্তি প্রয়োগও করা হবে। এছাড়া তার এ আকাঙ্কায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্কও বসিয়েছেন তিনি।
এমন অবস্থায় ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা তাকে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এমন ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন ট্রাম্পের কাছে। যা তিনি গত ১৯ জানুয়ারি প্রকাশ করে দেন। এছাড়া গতকাল মঙ্গলবার ২০ জানুয়ারি প্রকাশ করে দেন ন্যাটো প্রধান মার্ক রুট্টোর মেসেজও।
কি লিখেছেন ম্যাক্রোঁ
সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প ম্যাক্রোঁর পাঠানো মেসেজের একটি ছবি প্রকাশ প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে ম্যাক্রো লিখেছেন—
“আমার প্রিয় বন্ধু (ট্রাম্প)
আমরা সিরিয়া নিয়ে সঠিক পথে আছি
আমরা ইরান নিয়ে অসাধারণ কিছু করতে পারি
কিন্তু আমি বুঝতে পারছি না, গ্রিনল্যান্ড নিয়ে আপনি কি করছেন
চলুন ভালো কিছু গড়ার চেষ্টা করি-
১) ডাভোসের অর্থনৈতিক সম্মেলন শেষে আমি প্যারিসে বৃহস্পতিবার একটি জি-৭ বৈঠক আয়োজন করতে পারি। আমি সেখানে ইউক্রেনীয়, ড্যানিস, সিরীয় এবং রুশদের সেখানে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি।
২) বৃহস্পতিবার ডাভোস থেকে ফিরে যাওয়ার আগে চলুন আমরা একসঙ্গে প্যারিসে ডিনার করি।”
যা লিখেছেন ন্যাটো প্রধান
ন্যাটো প্রধান মার্ক রুট্টোও ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে কথা বলার আগ্রহ দেখিয়েছেন।
তিনি ট্রাম্পকে পাঠানো মেসেজে লিখেছেন—
“মিস্টার প্রেসিডেন্ট, প্রিয় ডোনাল্ড- আজ সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন, তা অসাধারণ। আমি মিডিয়ার মাধ্যমে সিরিয়া, গাজা এবং ইউক্রেনে করা আপনার কাজগুলো তুলে ধরব। গ্রিনল্যান্ড নিয়ে একটি সমাধান বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। আপনার প্রিয় মার্ক।”
সূত্র: বিবিসি