খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যার মধ্যে ৬৩টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কেন্দ্রগুলোর মধ্যে তিন ক্যাটাগরি, যথাক্রমে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে এবং প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে ভোট দেবেন সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি।’
ইউটি/টিএ