ঢাকা-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাজী মো. এনায়েতুউল্লা বলেছেন, নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। তবে এখনো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে তার উদ্বেগ আছে।
এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এটি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। এ কারণে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে এ সব কথা বলেন তিনি।
জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লার বলেন, ভালো নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা আগেও ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে হবে, কোনো সমস্যা হয়নি। আগামীকাল-পরশু থেকে আমরা নির্বাচনী প্রচারণা নিয়ম মোতাবেক শুরু করব।
তিনি বলেন, এই এলাকাটি সবচেয়ে বেশি চাঁদাবাজি যুক্ত এলাকা। এখানে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা করছে, কোন দল করছে- এটা আপনারা জানেন। আমি এটা বলে পরিবেশ নষ্ট করতে চাই না। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নিরপেক্ষতা দেখাচ্ছে না, আমরা এটা অনুভব করছি না। আমরা আশা করব, তারা নিরপেক্ষতা বজায় রাখবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। প্রশাসনকেও আমরা অনুরোধ করছি, তারা নিরপেক্ষভাবে কাজ করবে।
এনায়েতুল্লা আরও বলেন, আমরা আগে নির্বাচন কমিশনেও নিরপেক্ষতা দেখতে পাইনি শতভাগ। যখন আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি, তখন কোনো নমিনেশন পেপার বাদ হয়নি।
আর অন্যান্য দলের অনেকের পেপার বাদ হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এসব দেখেছেন। ভবিষ্যতে যাতে এমন না হয়, আমরা আশা করি। যারা মনে করেন নির্বাচন করে পার করে দেবেন এবং নিজেদের অপকর্ম ঢেকে রাখবেন- এটা ভুল ধারণা। আবার ৫ আগস্টের মতো ঘটনা ঘটবে না। বাঙালি জেগে গেছে, আর ঘুম আসবে না।
এমআই/এসএন