অনেক দিন ধরেই আলোচনায় নেই রাখি সাওয়ান্ত। কিন্তু রাখি সাওয়ান্তের আলোচনায় না থাকলে কী চলে? কেননা তাকে তো এমনি এমনিই ড্রামা কুইন বলা হয় না! বড়ই নাটুকে বলিউডের এই অভিনেত্রী খবরে না থাকায় অনেকেই চিন্তিত হয়েছিলেন। তবে চিন্তার কারণ নেই। আলোচনাইয় থাকার জন্য নতুন এক পদ্ধতি অবলম্বন করেছেন তিনি।
প্রকাশ্যে রাস্তায় হাঁটতে হাঁটতেই নিজের কাপড় খুলে ফেললেন রাখি সাওয়ান্ত। আর সেসব দৃশ্য ধারণ করছিলেন পথচারীরা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্ত হাঁটতে হাঁটতে এক এক করে কাপড় খুলে ফেলছেন।
অবশ্য ভেতরে অন্তর্বাস পরে ছিলেন তিনি।
এমন কর্মকাণ্ডে রাখি সাওয়ান্তকে রীতিমতো ধুয়ে দিলেন নেটিজেনরা।
একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি। কিন্তু গত বেশ কয়েক বছরে বন্ধ হয়েছে সেই ধারা।
তাই রাখির আক্ষেপ, এখন নায়িকারাই ‘আইটেম’ গানে নাচেন। বিতর্কিত অভিনেত্রীর দাবি, তার সময়ে ‘আইটেম’ গানের মধ্যে এক অন্য মাদকতা ছিল। এখন তামান্নার নাচের মধ্যে সেই ব্যাপারটা নেই। কিছুদিন আগে এমন আক্ষেপ করে বলেছিলেন তিনি।
২০২৩ সালের জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত।
আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকী, খবর রয়েছে আদিলের সঙ্গে নাকি রাখির বিবাহ বিচ্ছেদও হয়নি।
এসএন