সিলেট থেকেই আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরু বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বরাবরের মতো এবারও ‘৩৬০ আউলিয়ার পুণ্যভূমি’ সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রমের সূচনা করবে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই প্রচারাভিযান শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় তিনি যোগ দেবেন।

সিলেট বিএনপি সূত্রে জানা যায়,জনসভায় তারেক রহমান সিলেটের ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেবেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ঘোষণা করবেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় তিনি যোগ দেবেন।

সিলেট বিএনপি সূত্রে জানা যায়,জনসভায় তারেক রহমান সিলেটের ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেবেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ঘোষণা করবেন। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। এবারও তারেক রহমান সেই ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকেই প্রচার শুরু করছেন।

তিনি আরও জানান, নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেটের জনসভা শেষ করে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভাস্থল ও আশপাশের এলাকায় থাকবে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হবে। পাশাপাশি মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সে সময় সিলেটে আসেন তিনি। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের জেল Jan 21, 2026
img
শাহরুখকে নিয়ে ভাইরাল স্ক্রিনশটটিকে ভুয়া বললেন তুর্কী অভিনেত্রী হান্দে Jan 21, 2026
img
আমার হাঁস চুরির চিন্তা করলেও ব্যবস্থা নেব: রুমিন ফারহানা Jan 21, 2026
img
বিশ্বকাপের আগমুহূর্তে মুখ খুললেন রোহিত Jan 21, 2026
img
চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স Jan 21, 2026
img
ফের বিতর্কে রাখি সাওয়ান্ত Jan 21, 2026
img
হাঁসকে ধান খাইয়ে তারেক রহমানকে জয় উপহার দিতে চান শেখ মুজিবুর রহমান Jan 21, 2026
img
সুশান্তের জন্মদিনে দিদি শ্বেতার আবেগঘন পোস্ট Jan 21, 2026
img
ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করল সরকার Jan 21, 2026
img
মদ্যপানে অভিযুক্ত ইংলিশ ক্রিকেটারদের জন্য কারফিউ জারি! Jan 21, 2026
img
দেশে ১০-১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট : গভর্নর Jan 21, 2026
img
প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, দলীয় আমলাতন্ত্র নয় : রিজওয়ানা হাসান Jan 21, 2026
img
২ গোলে পিছিয়ে থেকেও শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ Jan 21, 2026
img
দিল্লি হাইকোর্টে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ Jan 21, 2026
img
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদে ইতালির সমর্থন Jan 21, 2026
img
মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই : জামায়াত আমির Jan 21, 2026
img
ম্রুনালের তালিকায় ধানুশ কততম প্রেমিক? Jan 21, 2026
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস Jan 21, 2026
img
নির্বাচনী কাভারেজ শুরু: মাঠে তিন মোবাইল জার্নালিস্ট Jan 21, 2026
img
ফাইনালে তোলা অধিনায়ক মেহেদীকে নিয়ে শরিফুলের মন্তব্য Jan 21, 2026