মিরপুরের ঘটনায় কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জামায়াতের

মিরপুরের পীরেরবাগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে আটকে রেখে হেনস্থা ও স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি।

বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে তাদের উদ্ধার করতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপির সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে। হামলায় অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা ও জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপামর জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিপিএল মাতাতে ঢাকায় পা রেখেছেন কেন উইলিয়ামসন Jan 21, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ Jan 21, 2026
img
আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার কথা ভাবেন ডি মারিয়া! Jan 21, 2026
img
গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন পেলেন সিমিন রহমান Jan 21, 2026
img
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা Jan 21, 2026
img
ঝিনাইদহের ৪ আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন? Jan 21, 2026
img
১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু: প্রেসসচিব Jan 21, 2026
img
সাবেক সিনিয়র সচিব মহিবুলের সোয়া কোটি টাকার জমি জব্দ Jan 21, 2026
img
নির্বাচনে ভোটগণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব Jan 21, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, অভিযোগ খেলাফত মজলিসের Jan 21, 2026
img
চট্টগ্রামকে বদলে দেওয়া রসিংটনকে চিনতে ভুল করেননি অ্যানালিস্ট অনীক Jan 21, 2026
img
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ Jan 21, 2026
img
জাভেদের মৃত্যুতে বাচসাসের শোক Jan 21, 2026
img
সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে : গভর্নর Jan 21, 2026
img
একজন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন : সোহেল রানা Jan 21, 2026
img
চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী Jan 21, 2026
img
সোমালি-আমেরিকানদের লক্ষ্য করে আবারও ট্রাম্পের কঠোর ও বিতর্কিত মন্তব্য Jan 21, 2026
img
জাভেদের সিনেমার কোন গান ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে? Jan 21, 2026
img
হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির Jan 21, 2026
img
নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা জরুরি: নুরুল হক নুর Jan 21, 2026