সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে রায়ের সত্যায়িত অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার আদেশ পেয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ। একইসঙ্গে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তার সাজা স্থগিতের আদেশ বহাল থাকবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্যরা হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন মাওলানা আজাদ। পরে আপিলের জন্য রায়ের সত্যায়িত অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন তিনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউল আলম।
ট্রাইব্যুনালকে আইনজীবী বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে মাওলানা আজাদের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে ২০২৫ সালের ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে ট্রাইব্যুনাল-২ থেকে দেওয়া তার রায়ের সত্যায়িত অনুলিপিসহ এ মামলার প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র পেতে আবেদন করছি।
শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে আপিলের জন্য যাবতীয় সব কাগজপত্র দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৩ সালের ২১ জানুয়ারি তার ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। পলাতক থাকা অবস্থায় তার বিচারকাজ সম্পন্ন হয়। তবে নিজের সাজা স্থগিত চেয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। পরে তার সাজা স্থগিত করা হয়।
এসকে/টিএ