সংবাদমাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি থেকে যা আছে, তা লাইভ করেন এবং যখন আমাদের ভয়েসগুলো রেইজ করি এগুলো প্রকাশ করতে চাচ্ছেন না।’
এ সময় মিডিয়ার মধ্যে ‘ক্যু’ হয়ে গেছে কি না- প্রশ্ন রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
তিনি তার আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘মির্জা আব্বাস ভাইয়ের লোক গিয়ে কার্ড চাচ্ছে। দরজায় নক করছে। মানুষের ঘুমে ডিস্টার্ব করছে, মানুষ অফিস করে এসে একটু ঘুমাচ্ছে আর তারা গিয়ে ঠক ঠক করতেছে। ভাই উঠেন, ধানের শীষটা একটু দেখেন।’
নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা বলি যে আমরা একসঙ্গে সবাই রাজনীতি করব। এখানে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দেব। আমরা প্রার্থীরা এ ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত।’
গণমাধ্যমের একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়ার মধ্যে কী ক্যু হয়ে গেছে নাকি? বিএনপি থেকে যা আছে তা লাইভ করেন এবং আমরা যখন ভয়েসগুলো রেইজ করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না।
আমি গণ-অভ্যুত্থানের পর সব মিডিয়া সম্পাদককে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন। এখন তো আরো বেশি লজ্জা পাবেন, তারা প্রভু চেঞ্জ করেছেন। তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা এখন প্রভু তারেক জিয়া।’
এনসিপির এই নেতা বলেন, ‘প্রভু চেঞ্জ করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। আমরা বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা দেশের পক্ষে থাকতে চাই। কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয় আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা।’
এমআর/টিএ