পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তোলেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। এক উইকেট হারিয়ে ৬১ রান যোগ করে তারা। তবে পাওয়ার প্লের পর ম্যাচে ফেরে রাজশাহী। দ্রুত উইকেট তোলেন দুই স্পিনার মিরাজ ও নাসুম। তাতে ৮০ রানে ৫ উইকেট হারায়। তবে এরপর উইলিয়ামসন ও নিশামের দুর্দান্ত ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজশাহী।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন।
রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান। ২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান।
দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও নিশাম।
দুজনে মিলে ৭৭ রানের জুটিতে রাজশাহীকে ম্যাচে ফেরান। উইলিয়ামসন করেছেন ৩৮ বলে অপরাজিত ৪৫ রান। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান।
এসকে/টিএ