দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত গণভোট-২০২৬ উদ্বুদ্ধকরণ সভায় এ মন্তব্য করেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের চর্চা থেকে বেরিয়ে আসা। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সরকার নিজেরাই নির্বাচন কমিশন বেছে নেয়।
ভোটের নামে কেন্দ্র দখল করে এবং শেষ পর্যন্ত নিজেরাই ক্ষমতায় থেকে যায়। এই ব্যবস্থার পরিবর্তন করতেই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, ‘সংসদের মূল দায়িত্ব আইন প্রণয়ন করা আর নির্বাহী বিভাগের দায়িত্ব উন্নয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু বর্তমান কাঠামোয় নির্বাহী বিভাগের প্রধান ও সংসদের প্রধান একই ব্যক্তি হওয়ায় ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে।
যার ফলে সংসদে স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করেছে আসন্ন গণভোট, যেখানে সংসদ নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশনার চাবি জনগণের হাতেই থাকবে।’
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. সোহেল রানা, গাজীপুরের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এমআর/টিএ