প্রয়াত শিল্পপতি সঞ্জয় কপূরের সম্পত্তি ঘিরে পারিবারিক বিরোধ নতুন মোড় নিল। এবার পুত্রবধূ প্রিয়া কপূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সঞ্জয়ের মা রানি কপূর। তাঁর দাবি, প্রিয়া সঞ্জয় কপূরের মগজধোলাই করে পরিকল্পিত ভাবে বিপুল অঙ্কের আর্থিক নয়ছয় করেছেন।
রানি কপূরের পক্ষ থেকে সম্প্রতি আদালতে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অভিযোগ করা হয়েছে, প্রিয়া কপূর সঞ্জয়কে প্ররোচিত করে একের পর এক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিলেন, যার ফলে পরিবারের সম্পত্তির উপর তাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। রানি কপূরের দাবি, টাকাপয়সা সংক্রান্ত যে কোনও গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের নেপথ্যে প্রিয়াই মূল ভূমিকা পালন করেছেন।
২০২৫ সালের ১২ জুন সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকেই প্রায় ত্রিশ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি লড়াই শুরু হয়। সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূরের দুই সন্তান সামাইরা ও কিয়ান অভিযোগ করেছেন, তাঁদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, প্রিয়া কপূর সম্পত্তি সংক্রান্ত নথিপত্র জাল করেছেন। এই মামলাগুলির জটিলতা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে।
এই পরিস্থিতিতে রানি কপূরের নতুন অভিযোগ আরও চাঞ্চল্য তৈরি করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর নাম ব্যবহার করে একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল। নাম রাখা হয় ‘রানি কপূর ফ্যামিলি ট্রাস্ট’। কিন্তু বাস্তবে এই ট্রাস্ট পরিবারের কল্যাণের জন্য নয়, বরং সঞ্জয়ের বিশাল সম্পত্তি নয়ছয় করার লক্ষ্যেই তৈরি করা হয়েছিল বলে দাবি তাঁর।
রানি কপূরের অভিযোগ, প্রিয়ার প্ররোচনাতেই সঞ্জয় এই ট্রাস্ট গঠন করেন। সেই ট্রাস্টের মাধ্যমে ধীরে ধীরে সম্পত্তির নিয়ন্ত্রণ প্রিয়ার হাতে চলে যায়। শুধু তাই নয়, পুত্রের সম্পত্তি থেকে তাঁকেও পরিকল্পিত ভাবে বঞ্চিত করা হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন সঞ্জয়ের মা। তাঁর দাবি, ষড়যন্ত্র করে প্রায় সমস্ত সম্পত্তির অধিকার আদায় করে নিয়েছেন প্রিয়া।
অন্য দিকে, প্রিয়া কপূরও আইনি পথে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। সঞ্জয় ও করিশ্মা কপূরের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিবাহবিচ্ছেদের সময়ে তাঁদের মধ্যে কী ধরনের আর্থিক বোঝাপড়া হয়েছিল এবং সন্তানদের হেফাজত নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বিষয়গুলি পর্যালোচনা করতেই এই আবেদন করেছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।
সব মিলিয়ে, সঞ্জয় কপূরের মৃত্যুর পর তাঁর পরিবারে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দিন দিন আরও জটিল আকার নিচ্ছে। আদালতের রায়ে শেষ পর্যন্ত কার দাবি স্বীকৃতি পায়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিনোদন ও শিল্পমহল।
এমকে/টিএ