বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবনে নতুন ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়েছে। ২৮ বছরের ছোট পাত্রীকে বিয়ে করে হিরণ চট্টোপাধ্যায় প্রকাশ্যে দ্বিতীয় দাম্পত্য ইনিংস শুরু করেছেন। শহর থেকে দূরে চুপিসারে আয়োজন করা এই বিয়ে মুহূর্তেই সোশাল মিডিয়া ও স্থানীয় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দূরত্ব তৈরি হয়েছে এ বিষয়ে আগের বছরগুলোতে বিভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। প্রথম পক্ষের সংসার থেকে দূরত্ব বেড়ে যাওয়ার ফলে হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যেত। এবার দ্বিতীয় বিয়ের ঘোষণা সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করেছে। বিশেষ করে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হিরণের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়ের বড় বার্তা সামনে এসেছে।
হিরণ-অনিন্দিতার একমাত্র সন্তান নিয়াসা চট্টোপাধ্যায়ের বয়স ১৯। সোমবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে নিয়াসা জানান, মা অনিন্দিতা ছাড়া তাঁর জীবনে আর কোনও ব্যক্তির বিশেষ গুরুত্ব নেই। তিনি লিখেছেন, “যতদূর মনে পড়ে বহুদিন আমরা দুজনেই একে অপরের জন্য ছিলাম। মায়া-মমতা, ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি ভূমিকাই যত্ন নিয়ে পালন করেছ। তুমিই আমার মা, আমার পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার জীবনের নায়ক মা।”
নিয়াসা বর্তমানে মধ্য কলকাতার এক কলেজে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। তার প্রকাশিত বার্তা এবং সোশাল মিডিয়ার পোস্টে স্পষ্ট হয়ে গেছে, বাবা হিরণের দ্বিতীয় বিবাহের মাঝে তিনি সম্পূর্ণরূপে মায়ের পাশে অবস্থান করছেন এবং ব্যক্তিগত জীবনের বিতর্কে তাঁর অবস্থান পরিবর্তন হয়নি।
দুপুরের পর থেকেই হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েকে ঘিরে বিতর্ক ও চর্চার ঝড় বয়ে গেছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা এই ঘটনায় মন্তব্য করেছেন। তবে নিয়াসার প্রকাশিত বার্তা অনুযায়ী, তার নজর এখন শুধুমাত্র পরিবারের সঙ্গে সম্পর্ক এবং শিক্ষাজীবনে।
এমকে/টিএ