স্লাভিয়া প্রাহাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয়ের দেখা পেল বার্সেলোনা

সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রাখল হান্সি ফ্লিকের দল। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। স্লাভিয়া প্রাহাকে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রাখল হান্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৪-২ গোলে জিতেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। একটু পরই রবের্ত লেভানদোভস্কির আত্মঘাতী গোলে স্কোর হয়ে যায় সমান। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান লেভানদোভস্কি।

স্প্যানিশ সুপার কাপ জয়সহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর, গত রোববার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা। সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। তাদের ওপরের তিন দল ও নিচের চার দলেরও সমান ১৩ পয়েন্ট করে।

প্রথম পর্বে বাকি আর এক রাউন্ড। ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের সঙ্গে জায়গা করে নিতে।



নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। খেলার ধারার বিপরীতে দশম মিনিটে এগিয়ে যায় স্লাভিয়া। কর্নারে সতীর্থের হেডে দূরের পোস্টে পড়ে যাওয়ার মুহূর্তে পা ছুঁয়ে বল জালে পাঠান চেক ফরোয়ার্ড ভাসিল কুসেই।

ত্রয়োদশ মিনিটে আক্রমণে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রসে লেভানদোভস্কির হেড ঠেকান স্বাগতিক গোলরক্ষক। ২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে এরিক গার্সিয়ার শটও আটকে দেন তিনি।

৩৪তম মিনিটে দলকে সমতায় ফেরান লোপেস। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস বক্সে পেয়ে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের কোনাকুনি শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। ৪২তম মিনিটে এগিয়েও যায় বার্সেলোনা। পেদ্রির পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরাল শটে নিজের দ্বিতীয় গোল করেন লোপেস।

কিন্তু তাদের সেই স্বস্তি উবে যায় ৪৪তম মিনিটে। কর্নারে প্রতিপক্ষের হেডে বল লেভানদোভস্কির কাঁধে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে লোপেসের প্রচেষ্টা তিনি আটকে দেওয়ার পর জালে পাঠান ডি ইয়ং, তবে অফসাইডের কারণে গোল মেলেনি।

৬১তম মিনিটে রুনি বার্দগি ও পেদ্রির জায়গায় মার্কাস র‌্যাশফোর্ড ও ওলমোকে নামান বার্সেলোনা কোচ। এক মিনিট পর দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন ওলমো। হেডে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে তার জোরাল শটে ওপরের কোণা দিয়ে জালে জড়ায় বল।

৭০তম মিনিটে স্কোরলাইন ৪-২ করেন লেভানদোভস্কি। বক্সের ভেতর বাঁ দিক থেকে র‌্যাশফোর্ডের কাট-ব্যাক ছয় গজ বক্সে পোলিশ তারকার ঊরুতে লেগে আটকে যায়, এরপর গোলরক্ষকের সামনে থেকে টোকায় জালে পাঠান লেভানদোভস্কি। শেষ দিকে রাফিনিয়া ও র‌্যাশফোর্ডের প্রচেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্লাভিয়ার গোলরক্ষক।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার Jan 22, 2026
img
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত: মেয়র শাহাদাত Jan 22, 2026
img
একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন গ্রেপ্তার Jan 22, 2026
img
সিলেট টাইটান্সের ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিম আল চৌধুরীর Jan 22, 2026
সিলেট পৌঁছালেন তারেক রহমান Jan 22, 2026
img
ধুরন্ধরের রেকর্ড ভাঙতে পারে ‘বর্ডার ২’ Jan 22, 2026
বিশ্ব আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় শক্তির প্রভাব বৃদ্ধি Jan 22, 2026
চলে গেলেও চিরস্মরণীয় সুশান্ত সিং রাজপুত Jan 22, 2026
বিপিএলে বরিশাল না থাকায় হৃদয়ে ব্যথা : কাফি Jan 22, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসিকে ২৪ ঘণ্টায় জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত Jan 22, 2026
img
সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দিলো ভারত Jan 22, 2026
img
ওরা দুর্বল বলেই ভয় দেখাচ্ছে, মামলা করছে: জাপা প্রার্থী সিদ্দিকুল Jan 22, 2026
img
রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার Jan 22, 2026
img
প্রয়াত শিল্পমন্ত্রী নয়া মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ Jan 22, 2026
img
ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা Jan 22, 2026
img
সহজ জয়ে শীর্ষ ৮ নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ Jan 22, 2026
img
চাপ সামলে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে লক্ষ্যের পথে লিভারপুল Jan 22, 2026
img
আমিও এখন আপনাদের সিলেটের সন্তান : তারেক রহমান Jan 22, 2026
img
দামাকের বিপক্ষে আল নাস্‌রের জয়, রোনালদোর আরেকটি রেকর্ড Jan 22, 2026
img
নুরের পক্ষে কাজ না করায় দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার Jan 22, 2026