গোলশূন্য প্রথমার্ধের পর, তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠালেন হ্যারি কেইন। ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে অনায়াসে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রায় আধা ঘন্টা একজন কম নিয়ে খেললেও জয় নিয়ে তেমন ভাবতে হয়নি বায়ার্নকে। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার।
আসরে সাত ম্যাচে কেইনের গোল হলো সাতটি। ৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। সেই সুবিধা অবশ্য একদমই কাজে লাগাতে পারেনি আগের ছয় ম্যাচের দুটিতে জয়ী বেলজিয়ান ক্লাবটি।
সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ইউনিয়ঁ।
এসএস/টিএ